(Source: ECI/ABP News/ABP Majha)
Haryana J&K Election Result 2024 : ম্যাজিক ফিগারের বেশি আসনে এগিয়ে, হরিয়ানায় সরকার গড়ার দিকেই এগোচ্ছে কংগ্রেস ?
J&K and Haryana Election Result 2024 : ৭টি এক্সিট পোল বলেছিল, কংগ্রেস ৫৫টির বেশি আসনে জিতবে। যা ম্যাজিক ফিগারের থেকে বেশি। অন্যদিকে, বিজেপি ২৬টিতে জিততে পারে ।
নয়াদিল্লি : সমীক্ষাই কি সত্যি হতে চলেছে ? কারণ, প্রত্যাশামতোই হরিয়ানায় এগিয়ে কংগ্রেস। রাজনৈতিক মহল অনুমান করছে, প্রায় ১০ বছর পর সম্ভবত সরকার গড়ার পথেই কংগ্রেস। বেলা পৌনে ৯টা নাগাদ, রাজ্যের ৯০টি বিধানসভা আসনের মধ্যে ৫০টিতে এগিয়ে কংগ্রেস। ২৫টিতে লিড করছে বিজেপি।
৭টি এক্সিট পোল বলেছিল, কংগ্রেস ৫৫টির বেশি আসনে জিতবে। যা ম্যাজিক ফিগারের থেকে বেশি। অন্যদিকে, বিজেপি ২৬টিতে জিততে পারে ।
এদিকে গণনা শুরু হওয়ার আগেই এদিন নয়া দিল্লিতে কংগ্রেসের সদর দফতরের বাইরে বিজয়োৎসব শুরু হয়ে যায়। দলীয় সমর্থকরা ঢাক-ঢোল বাজিয়ে নাচে মেতে ওঠেন। যদিও হরিয়ানার বিদায়ী মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনী আশাবাদী যে, টানা তৃতীয়বার বিজেপি হরিয়ানায় সরকার গড়তে চলেছে।
অন্যদিকে, ২০১৯ সালের অগাস্ট মাসে ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথমবার জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত হওয়া বিধানসভা নির্বাচনেও প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী এগিয়ে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট। সকাল ৯টা ২০ মিনিট নাগাদ ৪৯টি আসনে এগিয়ে কংগ্রেস ও এনসি, অন্যদিকে বিজেপি এগিয়ে ২৭টিতে। অন্যদিকে, মেমবুবা মুফতির দল পিডিপি ৮টি আসনে এগিয়ে।
দু'টি বিধানসভাতেই আসন সংখ্যা ৯০। ম্যাজিক ফিগার ৪৬। Jammu and Kashmir, Haryana Assembly Polls Counting 2024
দীর্ঘ ১০ বছর পরে কাশ্মীরে বিধানসভা নির্বাচন। গত ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবরে, ৩ দফায় ভোট হয়েছিল জম্মু-কাশ্মীরে। এখানে লড়াই মূলত ত্রিমুখী — কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট, বিজেপি এবং পিডিপির মধ্যে। অনুচ্ছেদ ৩৭০ বিলোপের পর প্রথম বিধানসভা ভোটে কারা করবে বাজিমাত সেদিকে তাকিয়ে কাশ্মীরবাসী।
অন্যদিকে, হরিয়ানার ৯০টি আসনেই ভোট হয়েছিল গত ৫ অক্টোবর। এই বিধানসভায় মূল লড়াই গত এক দশকের শাসকদল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। এছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে আইএনএলডি এবং জেজেপি। এক দশকের বিজেপি শাসনের পর হরিয়ানা বিধানসভায় কি ফিরতে পারবে কংগ্রেস? নজর থাকবে রাজনৈতিক মহলের। বিজেপি আশা করছে, তৃতীয়বার হরিয়ানায় ক্ষমতায় ফেরার। তবে, রাজ্যে প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া রয়েছে তীব্র। এর পাশাপাশি গেরুয়া শিবিরের উপর ক্ষুব্ধ রাজ্যের একটা বড় অংশের জাঠ ও কৃষক সম্প্রদায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে