Bharat Drone Shakti 2023: রকমারি ড্রোনের মেলা! আয়োজিত হল ভারত ড্রোন শক্তি
Rajnath Singh: রাজনাথ সিংহ এদিন ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন। বেশ কিছু ড্রোনের কার্যকারিতাও দেখেন তিনি।
নয়াদিল্লি: প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধারকাজ চালানোর জন্য হোক কিংবা সন্ত্রাস দমন। অথবা যে কোনও নজরদারি এবং কিংবা ওষুধ-খাবার পৌঁছনো। যত দিন যাচ্ছে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ড্রোন (Drone)। নিরাপত্তা থেকে দৈনন্দিন কাজকর্ম-সবেতেই ব্যবহার হয় প্রযুক্তি। এর প্রকৌশল এবং প্রযুক্তিগত ব্যবহার দেখেই এর উপর ভরসা করছে তামাম দুনিয়া। পিছিয়ে নেই ভারত সরকারও।
সোমবার গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air Base) আয়োজিত হল ভারত ড্রোন শক্তি ২০২৩ (Bharat Drone Shakti 2023)। ভারতীয় বায়ুসেনা এবং ড্রোন ফেডারেশন অফ ইন্ডিয়া (Drone Federation of India)। রাজনাথ সিংহ এদিন ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন। বেশ কিছু ড্রোনের কার্যকারিতাও দেখেন তিনি। ওখানেই ছিল প্রদর্শনী। সেখানেও যান তিনি। ঘুরে দেখেছেন বিভিন্ন স্টলও।
ড্রোন ফেডারেশন অফ ইন্ডিয়া (Drone Federation of India)-এর তরফে এক কর্তৃপক্ষ জানিয়েছেন, ৭৫টি ড্রোন রেখে দিয়ে প্রদর্শনী সাজানো হয়েছে। এছাড়াও ৫০টিরও বেশি সংখ্যক ড্রোন ওড়ানো হয়েছে প্রদর্শনীতে।
Bharat #DroneShakti, a two-day, first-of-its-kind, live demonstration event, organised by the Drone Federation of India @dronefed in collaboration with #IAF was inaugurated by the Honourable Raksha Mantri Shri Rajnath Singh today at AF Stn Hindan, Ghaziabad.#AtmanirbharBharat pic.twitter.com/iqfwl522Bx
— Indian Air Force (@IAF_MCC) September 25, 2023
Inaugurated the first ever drone exhibition, ‘Bharat Drone Shakti 2023’ at Hindon Air Force Station, Ghaziabad. Drones today can be employed for a variety of military and civil applications. India is fast emerging as a major drone hub by 2030.
— Rajnath Singh (@rajnathsingh) September 25, 2023
Witnessed the capabilities of… pic.twitter.com/WoWipywsAv
এদিন প্রদর্শনীতে বিশেষ মোটরবাইকও রাখা হয়েছিল। ANI-এর রিপোর্ট অনুযায়ী বিশেষ কমপ্যাক্ট ড্রোন সিস্টেম এই মোটরবাইক করে নিয়ে যাওয়া যাবে। unassembled drones-ওই মোটরবাইকের মাধ্যমে নিয়ে যাওয়া যাবে। প্রান্তিক এলাকায় সহজে প্রযুক্তি নিয়ে যাওয়ার জন্য় ব্য়বহার করা যাবে এটি। ANI একটি ট্যুইটে জানানো হয়েছে, 'বিশেষ মোটরবাইক তৈরি করা হয়েছে unassembled drones বয়ে নিয়ে যাওয়ার জন্য। মোটরবাইকের মাধ্যমে কিসান ড্রোন গ্রামীন এলাকায় নিয়ে যাওয়া যাবে, আধুনিক কৃষিব্যবস্থা প্রান্তিক এলাকায় পৌঁছনোর জন্য এটি কাজে লাগবে।