Kerala Flood Update: বন্যাবিধ্বস্ত কেরল, বিপর্যস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে ট্যুইট অমিত শাহের
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজ, রবিবার সকালে আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কোট্টায়াম থেকে উদ্ধার করা হয়েছে দেহ। কোট্টায়াম সহ রাজ্যের অন্যান্য জায়গার বন্যা পরিস্থিতি পর্যালোচনায় আজ বৈঠক হবে।

নয়াদিল্লি: প্রবল বর্ষণে ডুবছে কেরল। এবার রাজ্যবাসীর পাশে দাঁড়িয়ে ট্যুইট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইট করে এদিন সকালে অমিত শাহ লেখেন, 'প্রবল বৃষ্টি ও বন্যার জেরে বিধ্বস্ত কেরলের বিভিন্ন অঞ্চলে আমরা লাগাতার নজরদারি চালাচ্ছি। বিপর্যস্ত মানুষদের জন্য সবরকম সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। উদ্ধারকার্যে হাত লাগাতে ইতিমধ্যেই NDRF -এর টিম পৌঁছেছে। প্রত্যেকের সুরক্ষার কামনা করছি।'
We are continuously monitoring the situation in parts of Kerala in the wake of heavy rainfall and flooding. The central govt will provide all possible support to help people in need. NDRF teams have already been sent to assist the rescue operations. Praying for everyone’s safety.
— Amit Shah (@AmitShah) October 17, 2021
লাগাতার বৃষ্টিতে কেরলে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু। নিখোঁজ বহু। হড়পা বান, ধসের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত কোট্টায়াম, পাথানামঠিট্টা, ইডুক্কি। দিল্লি থেকে উদ্ধারকার্যে পৌঁছে গিয়েছে এনডিআরএফের ১১টি দল।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজ, রবিবার সকালে আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কোট্টায়াম থেকে উদ্ধার করা হয়েছে দেহ। কোট্টায়াম সহ রাজ্যের অন্যান্য জায়গার বন্যা পরিস্থিতি পর্যালোচনা আজ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মন্ত্রী কে রাজন, রোশি অগাস্টিন, ভিএন বাসাভন। আজ সকাল থেকেই ইডুক্কি, কোট্টায়ামে উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফের দল। ভয়াবহ বন্যা পরিস্থিতিতে রাজ্যকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারতীয় সেনা এবং বায়ুসেনা।
আরও পড়ুন: ভোপালে বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গতিতে ঢুকল গাড়ি, জখম ৩
ইতিমধ্যে কেরল সরকারের পক্ষ থেকে অতি ভারী বৃষ্টিতে বিধ্বস্ত এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু করা হয়েছে বলেই জানা যাচ্ছে। বাসিন্দাদের স্থানীয় রিলিফ সেন্টারে রাখার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে কেরল প্রশাসন। কোভিডকালের মধ্যে বৃষ্টির জেরে তৈরি হওয়ার শঙ্কার মধ্যে অবশ্য পালনীয় করোনার যাবতীয় নিয়ম মেনেই দুর্গতদের বিভিন্ন রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে বলে জানিয়েছেন কেরলেনর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। অতি ভারী বৃষ্টির জেরে পাহাড়ি এলাকাগুলির কিছু জায়গায় ধস নেমেছে। গোটা পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজের দিকটা নিশ্চিত করা হচ্ছে। এলাকার সমস্ত বাসিন্দারা যাতে নিরাপদে থাকেন সে জন্য স্থানীয় প্রশাসনের সব মহলকে বাড়তি তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জলের তোড়ে বেশ কিছু জায়গায় গাড়ি ভেসে যাওয়ার ছবিও সামনে এসেছে। এর মাঝেই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, রবিবার অতি ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর। আশঙ্কা করা হচ্ছে, তার জেরেই পরিস্থিতির আরও অবনতি হতে পারে ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
