Doctors Protest In Delhi: স্বাস্থ্য মন্ত্রকের বাইরে রাস্তায় বসে ফ্রি-তে আউটডোর পরিবেষা RG কর কাণ্ডের প্রতিবাদে সামিল চিকিৎসকদের
RG Kar Doctor Death Protest: সোমবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখানোর সময় স্বাস্থ্য মন্ত্রকের বাইরে রাস্তার ওপরে বসে বিনামূল্যে আউটডোর পরিষেবা দিতে দেখা গেল চিকিৎসকদের।
নয়াদিল্লি: আরজি কর হাসপাতালের চিকিৎসক মৃত্যুর ((RG Kar Hospital Doctor death) প্রতিবাদে বিশ্বের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। পশ্চিমবঙ্গ তথা দেশের নানা জায়গায় প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এর মাঝেই সোমবার অভিনব দৃশ্য দেখা গেল দেশের রাজধানী দিল্লিতে (Delhi)।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বাইরে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানানোর সময় সাধারণ মানুষকে বিনামূল্যে আউটডোর পরিষেবা দিতে দেখা গেল বিক্ষোভরত চিকিৎসকদের। সোমবার দিল্লিতে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছিলেন দিল্লির বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা। তাঁদের বিক্ষোভের কারণে সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রেখেছিলেন তাঁরা।
রাজধানীর রাজপথে বসে বিক্ষোভ দেখানোর সময় নিজেদের সামনে কাগজে লিখে রেখেছিলেন কে কোনও বিভাগের চিকিৎসক। যেমন অর্থো ওপিডি, নিউরোলজি ওপিডি।
সোমবার ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন তরফে জানানো হয়, চিকিৎসকদের একটি প্রতিনিধি দল আজ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে দেখা করে তাদের দাবির কথা জানায়। তবে দু-পক্ষের বৈঠকে কোনও চুক্তি হয়নি। এই বিষয়ে এখন তারা সুপ্রিম কোর্টের নির্দেশে দিকে তাকিয়ে রয়েছেন।
এপ্রসঙ্গে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন কৃষ্ণন সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, "আমরা মহিলা চিকিৎসকদের নিরাপত্তার জন্য লড়াই করছি। যাতে তাঁরা হাসপাতালে কোনও ভয় ছাড়াই কাজ করতে পারেন আর নির্যাতিতা সুবিচার পান।"
রাজধানীর রাস্তায় আউটডোর বসানো নিয়ে তিনি আরও বলেন, "সমস্ত হাসপাতালের জরুরি বিভাগ খোলা রয়েছে। সেখানে ফ্যাকাল্টি মেম্বার এবং চিকিৎসকরা মানুষকে পরিষেবা দিচ্ছেন। সেই কারণে আমরা এখান থেকে আউটডোর পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যাতে প্রয়োজনে মানুষের চিকিৎসা করতে পারি।"
প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার তার শুনানি হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।