Assembly Elections Result 2022 Live: নরেন্দ্র মোদির উত্তরসূরির জায়গাটা কি যোগী আদিত্যনাথ পাকা করে ফেললেন? জল্পনা জাতীয় রাজনীতিতে
Assembly Elections Result 2022 Live Updates: আজ উত্তরপ্রদেশ (Uttar Pradesh), উত্তরাখণ্ড (Uttarakhand), মণিপুর (Manipur), পঞ্জাব (Punjab) ও গোয়া (Goa) বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ।
LIVE

Background
Assembly Elections Result Live: পাঁচ রাজ্যেই ধরাশায়ী কংগ্রেস
উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ডে নিরঙ্কুশ বিজেপি, মণিপুর-গোয়ায় একক বৃহত্তম। বড়সড় চমক দিয়ে ঝাড়ু-ম্যাজিকে পাঞ্জাব দখল আপের। পাঁচ রাজ্যেই ধরাশায়ী কংগ্রেস।
Goa Assembly Poll Result 2022: গোয়া বিধানসভা ভোটে দাগ কাটতে পারল না তৃণমূল
গোয়া বিধানসভা ভোটে দাগ কাটতে পারল না তৃণমূল। একটিও আসনে জিততে পারলেন না তৃণমূলের প্রার্থীরা। বরং গোয়ায় তৃণমূলের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ফল ঘোষণার পরই বিজেপিকে সরকার গড়তে সমর্থন করল।
UP Assembly Poll Result 2022: যোগী আদিত্যনাথের হাত ধরে রেকর্ড ছুঁল বিজেপি
তিন দশক পর, উত্তরপ্রদেশে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল কোনও সরকার। যোগী আদিত্যনাথের হাত ধরে রেকর্ড ছুঁল বিজেপি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, নরেন্দ্র মোদির উত্তরসূরির জায়গাটা কি যোগী আদিত্যনাথ পাকা করে ফেললেন? বিজেপিতে নম্বর টু’র জন্য অমিত শাহর সঙ্গে কি তাঁর অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়ে গেল?
Assembly Elections Result Live: উত্তরপ্রদেশের ভোটের ফলের প্রভাব বাংলায় পড়বে?
উত্তরপ্রদেশের ভোটের ফলের প্রভাব বাংলায় পড়বে কিনা, তা নিয়ে তুঙ্গে উঠেছে চাপানউতোর। শুভেন্দু অধিকারী বলছেন, লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ২৫টিরও বেশি আসন পাবে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ফলের কোনও প্রভাব পড়বে না।
UP Assembly Poll Result 2022: দাদা পারেননি, পারলেন না বোনও
দাদা পারেননি, পারলেন না বোনও। বিপুল প্রত্যাশা জাগিয়েও উত্তরপ্রদেশে অসফল হলেন প্রিয়াঙ্কা গাঁধী। ফিরহাদ হাকিম কটাক্ষের সুরে বলছেন, কংগ্রেসের উচিত তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া। পাল্টা অধীর চৌধুরী বলছেন, বিজেপির সঙ্গে তৃণমূলের সংযুক্ত হয়ে যাওয়ার এটাই হচ্ছে সঠিক সময়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
