Ruchi Soya FPO : নতুন FPO শেয়ার বাজারে আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই ৭% বাড়ল রুচি সোয়ার স্টক
Ruchi Soya FPO : শুক্রবারই বাজারে ৪৩০০ কোটি টাকার ফলো-অন অফার (FPO) এনেছে রুচি সোয়া। আজ লেনদেন শুরু করার পর রুচি সোয়া-এর স্টক ৭%-এর বেশি বেড়েছে৷
মুম্বই : শেয়ার বাজার খুলতেই ঊর্ধ্বমুখী রুচি সোয়া (Ruchi Soya)। শুক্রবারই বাজারে ৪৩০০ কোটি টাকার ফলো-অন অফার (FPO) এনেছে রুচি সোয়া। আজ লেনদেন শুরু করার পর রুচি সোয়া-এর স্টক ৭%-এর বেশি বেড়েছে৷
৮৫৫ টাকায় শেয়ার বিক্রি হচ্ছে, যা প্রিমিয়াম issue price র থেকে ২০৫ টাকা বেশি। বম্বে স্টক এক্সচেঞ্জে (Bombay Stock Exchange) যোগগুরু রামদেব ও আচার্য বালকৃষ্ণ ও সংস্থার কর্মকর্তারা FPO listing ceremony - তে হাজির ছিলেন।
ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের কারণে, ভোজ্য তেলের দাম বৃদ্ধির পাশাপাশি সরবরাহে ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হু হু করে বাড়ছে ভোজ্য তেলের দামও। ভারতের ৯০% সূর্যমুখী তেলের সরবরাহ আসে ইউক্রেন এবং রাশিয়া থেকে। ভারতে ব্যবহৃত বেশিরভাগ ভোজ্য তেলের মধ্যে ১৫% ই সূর্যমুখী তেল। বিনিয়োগকারীদের অনেকেই রুচি সোয়ার আর্থিক অবস্থা নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্থ। তবে এর পিছনে আছে যোগগুরু রামদেবের কোম্পানি। তাই শেয়ার মার্কেট এক্সপার্টরা মনে করছেন, বিনিয়োগকারীরা এই FPO সাবস্ক্রাইব করতে পারে৷
মার্কেট এক্সপার্টরা মনে করছেন, পতঞ্জলি গ্রুপের একটি শক্তিশালী ব্যাকআপ পায় রুচি সোয়া। ইদানীং কোম্পানিতে একটি পরিবর্তন লক্ষ করা গিয়েছে। হঠাৎ করে অনেকটাই লাভের মুখ দেখেছে এই কোম্পানি। এটির পোর্টফোলিও বেশ ভাল এবং এটি এখন ভারতের অন্যতম বৃহত্তম ভোজ্য তেল পরিশোধন কোম্পানি। Aggressive Investors দের অনেকেই এই কোম্পানির শেয়ারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে আগ্রহী হতে পারে।
কয়েক বছর আগে পর্যন্তও ভোজ্য তেল কোম্পানি রুচি সোয়ার উপর বিরাট ঋণের বোঝা ছিল। ২০১৯ সালে যোগগুরু রামদেবের পতঞ্জলি গ্রুপ রুচি সোয়া ইন্ডাস্ট্রিজকে অধিগ্রহণ করে। বর্তমানে তাঁদের হাতে রুচি সোয়ার সিংহভাগ শেয়ার রয়েছে । নিউট্রেলা হল রুচি সোয়ারই ব্র্যান্ড নাম। ৮০ র দশকে রুচি সোয়া কোম্পানি নিউট্রেলা চালু করেছিল । মহাকোষ, সানরিচ, রুচি গোল্ডের মতো ব্র্যান্ডও এই সংস্থার ছাতার তলায় রয়েছে।