Kolkata: অভাব-অভিযোগ জানতে উদ্যোগ, নয়া অ্যাপ চালু কাউন্সিলর সৌরভ বসুর
Kolkata News: কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সৌরভ বসু বলেন, “প্রচুর মানুষ তাঁরা তাঁদের অভাব অভিযোগের কথা বলতে পারেন না নানা কারণে। তাঁরা এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।"
সঞ্চয়ন মিত্র, কলকাতা: নিজের এলাকার বাসিন্দাদের জন্য অ্যাপ চালু করলেন তৃণমূল (TMC) কাউন্সিলর ও মন্ত্রী পুত্র সৌরভ বসু (Sourav Basu)। অ্যাপের নাম রাখা হয়েছে কাউন্সিলর হেল্প ডেস্ক (Councillor Help Desk)। নিজেদের অভাব-অভিযোগের পাশাপাশি বাসিন্দারা পরামর্শও দিতে পারবেন এই অ্যাপের (App) মাধ্যমে।
মাত্র কয়েক মাস আগেই কর্পোরেট দুনিয়া থেকে কর্পোরেশনে (Kolkata Municipal Corporation) পা রেখেছেন। এবার সেই কর্পোরেট ছাপ রেখে, নিজের এলাকার বাসিন্দাদের জন্য অ্যাপ চালু করলেন কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) সৌরভ বসু। নাগরিক পরিষেবা দিতে তৈরি এই অ্যাপের নাম রাখা হয়েছে কাউন্সিলর হেল্প ডেস্ক।
কী কী সুবিধা মিলবে এই অ্যাপের মাধ্যমে?
• এই অ্যাপের মাধ্যমে ওয়ার্ডের বাসিন্দারা একদিকে যেমন নিজেদের অভাব-অভিযোগের কথা জানাতে পারবেন।
• অন্যদিকে, তেমনই যে কোনও পরামর্শও দিতে পারবেন।
• অ্যাপটি ডাউনলোড করে নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখলেই জানানো যাবে অভিযোগ।
• এমনকী, প্রবাসে থেকেও নিজের ওয়ার্ডের পরিষেবার বিষয়ে জানা যাবে।
কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সৌরভ বসু বলেন, “প্রচুর মানুষ তাঁরা তাঁদের অভাব অভিযোগের কথা বলতে পারেন না নানা কারণে। অনেক সময় নানা ব্যস্ততার কারণে আমার কাছেও এসে পৌঁছতে পারেন না। তাঁরা এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। আমার মূল উদ্দেশ্য আমার ওয়ার্ডে সাড়ে হাজার বাড়ি রয়েছে তার মধ্যে কোনও একজনের ফোনে এই অ্যাপটা ডাউনলোড করে দেওয়া। যাতে তারা অভিযোগ জানাতে পারেন এবং আমি নির্দিষ্ট সময়ের মধ্যে তার সমাধান করতে পারি।
এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও কাউন্সিলরের মা চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), মেয়র পারিষদ দেবাশিস কুমার (Debashis Kumar), বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা। রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)বলেন, “নতুন পরিষেবার দিক খুলে দেবে। পুরনো পদ্ধতিটাও জারি থাকবে, মানুষের সুবিধা হবে।’’ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই ব্যবহার করা যাবে এই অ্যাপ।