Pamela Goswami Drugs Case: রাকেশ-পামেলাকে মুখোমুখি জেরা, গোয়েন্দাদের হাতে অডিও ক্লিপ, দাবি পুলিশ সূত্রে
মাদক আসত কোথা থেকে? কত টাকায় তা বিক্রি হত? আর কে কে এই চক্রে জড়িত? সে সব পুলিশ খতিয়ে দেখছে...
![Pamela Goswami Drugs Case: রাকেশ-পামেলাকে মুখোমুখি জেরা, গোয়েন্দাদের হাতে অডিও ক্লিপ, দাবি পুলিশ সূত্রে Drugs Case Investigation Police Grills Pamela Goswami Rakesh Singh Sleuths Gets Vital Audio Clip Pamela Goswami Drugs Case: রাকেশ-পামেলাকে মুখোমুখি জেরা, গোয়েন্দাদের হাতে অডিও ক্লিপ, দাবি পুলিশ সূত্রে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/24/dc0cb39a1f75dfdfafc5da1b96be6ec4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: কোকেনকাণ্ডে গতকাল রাতে ধৃত রাকেশ সিং এবং পামেলা গোস্বামীকে মুখোমুখি বসিয়ে জেরা করলেন লালবাজারের গোয়েন্দারা।
পুলিশ সূত্রে দাবি, জেরায় বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে। ইতিমধ্যে লালবাজারের হাতে এসেছে ধৃত বিজেপি নেত্রী পামেলার মোবাইল ফোনের একটি অডিও ক্লিপ। যে ক্লিপে মাদক পাচারচক্রের পিছনে থাকা কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি।
জেরায় আগেই পামেলা জানিয়েছিলেন, তাঁকে মাদক সরবরাহ করতেন বিজেপি নেতা রাকেশ সিং। এমনটাই পুলিশ সূত্রে দাবি। মাদক আসত কোথা থেকে? কত টাকায় তা বিক্রি হত? আর কে কে এই চক্রে জড়িত, সে সব পুলিশ খতিয়ে দেখছে।
গতকাল, মাদককাণ্ড ধৃত বিজেপি নেতা রাকেশ সিংহকে আদালতে পেশ করা হয়। আদালতে তাঁর আইনজীবী দাবি করেন, রাকেশ সিংহ এই মামলায় সাক্ষী ছিলেন। উনি সময় চেয়েছিলেন। তারপরেও যেভাবে গ্রেফতার করা হল, তাতে স্পষ্ট রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। রাকেশ সিংকে মারধর করা হয়েছে। তাঁকে জামিন দেওয়া হোক। তিনি তদন্তে সাহায্য করবেন। পাল্টা সরকারি আইনজীবী দাবি করেন রাকেশ সিংহকে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছিল। তা না করে তিনি গলসি হয়ে পালাচ্ছিলেন। মাদক তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন।
দুপক্ষের বক্তব্য শুনে, বিচারক ধৃত বিজেপি নেতাকে ১ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷ রাকেশ সিংহের আইনজীবী জানান, রাকেশ গলসিতে মিটিং মিছিল করে। ওখানকার অবজার্ভার। দুদিন পরে দিল্লি যেত। ফাঁসানো হয়েছে ৷ সরকারি আইনডীবী সুরেশ প্রসাদ সিংহ বলেন, ‘‘অন্য অভিযুক্তদের থেকে রাকেশের নাম মিলেছে। অন্য অভিযুক্তের সঙ্গে বসিয়ে জেরা করতে চাই। দুজন সাক্ষী পাওয়া গেছে। তাঁদের ১৬৪ করতে চেয়েছি আমরা। রাকেশের সঙ্গী জিতেন্দ্র সিং এর আগেও এনডিপিএস আইনে দোষী সাব্যস্ত হয়েছেন ৷’’
চলতি মাসের ১৯ তারিখ ১০ লক্ষ টাকার কোকেন সহ নিউ আলিপুরে গ্রেফতার হন বিজেপি-র যুব মোর্চার রাজ্য সম্পাদক পামেলা গোস্বামী। সবাইকে চমকে দিয়ে ধৃত যুব বিজেপি নেত্রীই দাবি করেন, বিজেপির নেতা রাকেশ সিংকে গ্রেফতার করা হোক! পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃত যুব বিজেপি নেত্রী পামেলা স্বীকার করেছেন, তাঁকে কোকেন সরবরাহ করতেন বিজেপি নেতা রাকেশ সিংহ।
কোকেনকাণ্ডে ধৃত বিজেপি নেতা রাকেশ সিংহকে বুধবার আলিপুর আদালতে তোলার সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। স্লোগান দিতে শুরু করেন ধৃত বিজেপি নেতা ৷ অনুগামীদের ভিড় আর ধাক্কাধাক্কিতে এক সময় মাটিতে পড়ে যান রাকেশ।
বিজেপি নেতা রাকেশ সিংকে আদালত পুলিশি হেফাজত পাঠালেও, এদিন জামিন পেয়েছেন রাকেশের দুই ছেলে শুভম ও সাহেব।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)