এক্সপ্লোর
Advertisement
US Election 2020 LIVE: হোয়াইট হাউসের আরও কাছে ডেমোক্র্যাটরা, কারচুপির অভিযোগে অনড় ট্রাম্প
US Presidential Election 2020: মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচনের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন...
LIVE
Background
ওয়াশিংটন: আগামীকাল আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ভারতীয় সময়ে ভোট শুরু হবে কাল বিকেল সাড়ে চারটেয়। ভাইস প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।
ভারতের সঙ্গে আমেরিকার সময়ের ব্যবধান সাড়ে দশ ঘণ্টা। মার্কিন সময়ে ভোট শুরু হবে সকাল ৬টায়, চলবে রাত ৯টা পর্যন্ত।
15:49 PM (IST) • 07 Nov 2020
ট্রাম্প না বাইডেন, কে আসছেন আমেরিকার তখতে? এখনও ধোঁয়াশা
ট্রাম্প নাকি বাইডেন, আমেরিকায় কে বসতে চলেছেন ক্ষমতার মসনদে, এখনও মেলেনি তার উত্তর। এদিকে, পেনসিলভেনিয়ায় ২৭ হাজারের বেশি ও নেভাদায় প্রায় ২২ হাজার ভোটে এগিয়ে বাইডেন।
এখনও ৬টি প্রদেশে ভোট গণনা চলছে। এর মধ্যে নজরে রয়েছে জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, অ্যারিজোনা ও নেভাদা, এই ৫টি প্রদেশ।
হোয়াইট হাউস দখলের ম্যাজিক ফিগার ২৭০। এই মুহূর্তে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন পেয়েছেন ২৫৩টি ইলেক্টোরাল ভোট। ট্রাম্পের ঝুলিতে রয়েছে ২১৪টি ভোট। জর্জিয়ায় এগিয়ে বাইডেন। তবে ভোটের ব্যবধান কম। এরই মধ্যে ট্রাম্প শিবিরের দাবি মেনে জর্জিয়ায় ফের গণনা চলছে। গণনায় কারচুপির অভিযোগ তুলে ট্যুইটও করেছেন ট্রাম্প।
ট্রাম্প নাকি বাইডেন, আমেরিকায় কে বসতে চলেছেন ক্ষমতার মসনদে, এখনও মেলেনি তার উত্তর। এদিকে, পেনসিলভেনিয়ায় ২৭ হাজারের বেশি ও নেভাদায় প্রায় ২২ হাজার ভোটে এগিয়ে বাইডেন।
এখনও ৬টি প্রদেশে ভোট গণনা চলছে। এর মধ্যে নজরে রয়েছে জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, অ্যারিজোনা ও নেভাদা, এই ৫টি প্রদেশ।
হোয়াইট হাউস দখলের ম্যাজিক ফিগার ২৭০। এই মুহূর্তে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন পেয়েছেন ২৫৩টি ইলেক্টোরাল ভোট। ট্রাম্পের ঝুলিতে রয়েছে ২১৪টি ভোট। জর্জিয়ায় এগিয়ে বাইডেন। তবে ভোটের ব্যবধান কম। এরই মধ্যে ট্রাম্প শিবিরের দাবি মেনে জর্জিয়ায় ফের গণনা চলছে। গণনায় কারচুপির অভিযোগ তুলে ট্যুইটও করেছেন ট্রাম্প।
15:21 PM (IST) • 06 Nov 2020
US Elections 2020: ট্রাম্প এবার হেরে গেলেও ২০২৪ সালে আবার লড়বেন, ইঙ্গিত প্রাক্তন উপদেষ্টার
২০১৬ সালে ট্রাম্পের টিমে থাকা তাঁর প্রাক্তন উপদেষ্টার মতে, ভবিষ্যতে প্রেসিডেন্ট আবারও লড়াইয়ে অবতীর্ণ হতে পারেন। কোনও নিয়মে বলা নেই যে, তিনি পারবেন না।
হোয়াইট হাউসের দৌড়ে ট্রাম্পের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। এই প্রেক্ষিতেই মার্কিন প্রেসিডেন্টের প্রাক্তন উপদেষ্টা ব্রায়ান লাঞ্জার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ২০২৪ সালে ফের লড়াইয়ে অবতীর্ণ হতে পারেন ট্রাম্প।
তিনি যোগ করেন, চার বছর পরও, ট্রাম্প কিন্তু বর্তমান বাইডেনের তুলনায় কম বয়স্ক হবেন। ফলে, বয়স কোনও ফ্য়াক্টর নয়, এটা বলে দেওয়া যায়।
২০১৬ সালে ট্রাম্পের টিমে থাকা তাঁর প্রাক্তন উপদেষ্টার মতে, ভবিষ্যতে প্রেসিডেন্ট আবারও লড়াইয়ে অবতীর্ণ হতে পারেন। কোনও নিয়মে বলা নেই যে, তিনি পারবেন না।
হোয়াইট হাউসের দৌড়ে ট্রাম্পের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। এই প্রেক্ষিতেই মার্কিন প্রেসিডেন্টের প্রাক্তন উপদেষ্টা ব্রায়ান লাঞ্জার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ২০২৪ সালে ফের লড়াইয়ে অবতীর্ণ হতে পারেন ট্রাম্প।
তিনি যোগ করেন, চার বছর পরও, ট্রাম্প কিন্তু বর্তমান বাইডেনের তুলনায় কম বয়স্ক হবেন। ফলে, বয়স কোনও ফ্য়াক্টর নয়, এটা বলে দেওয়া যায়।
15:15 PM (IST) • 06 Nov 2020
US Elections 2020: ফল ঘোষণার আগেই মার্কিন নির্বাচনের ইতিহাসে অনন্য রেকর্ড বাইডেনের
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে রেকর্ড গড়লেন জো বাইডেন। প্রথম প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পাওয়ার নজির গড়লেন তিনি।
এখনও পর্যন্ত যতটা ফলাফল ঘোষিত হয়েছে, সেই অনুযায়ী, বাইডেন পেয়েছেন ৭.০৮ কোটি ভোট। এক্ষেত্রে এতদিন রেকর্ড ছিল প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার দখলে। ২০০৮ সালে তিনি পেয়েছিলেন ৬.৯৪ কোটি ভোট। সেই রেকর্ড ভেঙে নতুন গড়লেন বাইডেন। ট্রাম্প পেয়েছেন ৬.৮ কোটি ভোট।
এখনও একাধিক প্রদেশে গণনা বাকি। ফলে, স্বাভাবিকভাবেই এই সংখ্যা আরও বাড়বে। এখনও কোনও প্রার্থী অবশ্য ২৭০-এর ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেননি। যে কারণে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল অজানাই রয়ে গেছে।
এর পাশাপাশি, জনপ্রিয় ভোটে ট্রাম্পকে ইতিমধ্যেই টেক্কা দিয়েছেন বাইডেন। ইতিমধ্যেই ৩০ লক্ষ ভোটে এগিয়ে গিয়েছেন বাইডেন। এই নিয়ে টানা দুবার জনপ্রিয় ভোটে হারলেন ট্রাম্প। এর আগে হিলারি ক্লিন্টনের তুলনায় প্রায় ৩০ লক্ষ জনপ্রিয় ভোট কম পেয়েছিলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে রেকর্ড গড়লেন জো বাইডেন। প্রথম প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পাওয়ার নজির গড়লেন তিনি।
এখনও পর্যন্ত যতটা ফলাফল ঘোষিত হয়েছে, সেই অনুযায়ী, বাইডেন পেয়েছেন ৭.০৮ কোটি ভোট। এক্ষেত্রে এতদিন রেকর্ড ছিল প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার দখলে। ২০০৮ সালে তিনি পেয়েছিলেন ৬.৯৪ কোটি ভোট। সেই রেকর্ড ভেঙে নতুন গড়লেন বাইডেন। ট্রাম্প পেয়েছেন ৬.৮ কোটি ভোট।
এখনও একাধিক প্রদেশে গণনা বাকি। ফলে, স্বাভাবিকভাবেই এই সংখ্যা আরও বাড়বে। এখনও কোনও প্রার্থী অবশ্য ২৭০-এর ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেননি। যে কারণে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল অজানাই রয়ে গেছে।
এর পাশাপাশি, জনপ্রিয় ভোটে ট্রাম্পকে ইতিমধ্যেই টেক্কা দিয়েছেন বাইডেন। ইতিমধ্যেই ৩০ লক্ষ ভোটে এগিয়ে গিয়েছেন বাইডেন। এই নিয়ে টানা দুবার জনপ্রিয় ভোটে হারলেন ট্রাম্প। এর আগে হিলারি ক্লিন্টনের তুলনায় প্রায় ৩০ লক্ষ জনপ্রিয় ভোট কম পেয়েছিলেন তিনি।
14:50 PM (IST) • 06 Nov 2020
US Elections 2020: হোয়াইট হাউসের তখ্তে কে? উত্তর এখনও অজানা
এখনও পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যায়নি। একাধিক ব্যালটের গণনা এখনও বাকি।
যে প্রদেশের গণনা বাকি রয়েছে সেগুলি হল--- জর্জিয়া, অ্যারিজোনা, পেনসিলভানিয়া, নেভাডা, নর্থ ক্যারোলাইনা ও আলাস্কা।
মার্কিন সংবাদসংস্থা সূত্রে খবর, নির্বাচনের গণনা-পদ্ধতি নিয়ে অন্তত ৬টি মামলা দাখিল করেছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
এখনও পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যায়নি। একাধিক ব্যালটের গণনা এখনও বাকি।
যে প্রদেশের গণনা বাকি রয়েছে সেগুলি হল--- জর্জিয়া, অ্যারিজোনা, পেনসিলভানিয়া, নেভাডা, নর্থ ক্যারোলাইনা ও আলাস্কা।
মার্কিন সংবাদসংস্থা সূত্রে খবর, নির্বাচনের গণনা-পদ্ধতি নিয়ে অন্তত ৬টি মামলা দাখিল করেছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
17:21 PM (IST) • 05 Nov 2020
Load More
Tags :
Donald Trump Vs Joe Biden US Presidential Election US Presidential Election 2020 US US Elections US Presidential Elections US Elections News Donald Trump US Election Electoral Vote Counting US Presidential Elections Electoral Results US Election 2020 Counting US Election 2020 Joe Biden US Elections 2020বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement