Viral Video: হাঁসফাঁস গরম! বিয়ের আনন্দ অটুট রাখতে শোভাযাত্রায় কুলারের সামনে নাচ বরযাত্রীর
Viral Video: বর চলেছে বিয়ে করতে। রাস্তায় বরযাত্রীদের আনন্দ যাত্রা। নাচ-গান-হুল্লোড় চলছে। আর সেই মিছিলে তাঁদের সঙ্গে চলেছে কুলার, রিক্সায় চড়ে। সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জব্বলপুর: গরমে প্রাণ ওষ্ঠাগত সকলের। হাঁসফাঁস অবস্থায় নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। তবে এরই মধ্যে এক মজার বিয়েবাড়ির সন্ধান মিলল নেটপাড়ায়। পশ্চিমবঙ্গ নয়, এই ভিডিও মধ্যপ্রদেশের (Madhya Pradesh)। সেখানেও গরমে হাঁসফাঁস করছেন সকলে।
মধপ্রদেশের 'ভাইরাল' বিয়েবাড়ি
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মধ্যপ্রদেশের টিকমগড় জেলার (Tikamgarh district of Madhya Pradesh) বিয়েবাড়ির মিছিল। সেখানে দেখা গেল বরযাত্রীর যাতে গরমে কষ্ট না হয় তাই ব্যবস্থা করা হয়েছে কুলারের (cooler)।
বর চলেছে বিয়ে করতে। রাস্তায় বরযাত্রীদের আনন্দ যাত্রা। নাচ-গান-হুল্লোড় চলছে। আর সেই মিছিলে তাঁদের সঙ্গে চলেছে কুলার, রিক্সায় চড়ে। সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
গত ২ সপ্তাহ ধরে মধ্যপ্রদেশের কিছু অংশে চলছে প্রবল তাপপ্রবাহ। এই অবস্থায় বিয়ের তারিখ পড়েছে। কিন্তু হুল্লোড়ে তো খামতি রাখলে চলবে না। এমন পরিস্থিতিতে গরম যাতে মজায় বাধা হয়ে না দাঁড়ায় তাই অতিথিদের জন্য কুলারের ব্যবস্থা করেছে ছেলের পরিবার।
ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে বরের বাড়ির লোকজন নাচছেন জমিয়ে, সঙ্গে ডিজে গান বাজাচ্ছে। আর তাঁদের অনুসরণ করে চলেছে একটি রিক্সা যাতে কুলার বসানো।
— Mandar (@mandar199325) April 22, 2022
কুলারটি একটি জেনারেটরের সঙ্গে সংযুক্ত ছিল এবং একটি রিক্সায় লাগানো হয়েছিল। কুলারের ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে সকলে নাচে ব্যস্ত। ভিডিওটিতে দেখা যাচ্ছে পথচারীরাও থেমে গিয়ে এই অনন্য বিবাহ-মিছিল দেখতে শুরু করেছেন।
টিকমগড়ের তাপমাত্রা
গত ১ সপ্তাহ ধরে ওই জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। তবে আগামী কিছুদিনে কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাসও মিলেছে।
আরও পড়ুন: Manuscript Writing Cafe: ডেডলাইনে থাকা লেখকদের জন্য বিশেষ ক্যাফে, কাজ শেষ না করে বেরনো মানা