7 Seater Cars under 5 lakh: ৫ লাখে ৭ আসনের গাড়ি, দেখে নিন কারা আছে তালিকায়
By : abp ananda | Updated at : 04 Apr 2022 11:55 AM (IST)
Kia_Carens
1/9
Kia Carens হল একটি 7 সিটার RV, যার দাম 8.99 লক্ষ টাকা থেকে 16.99 লক্ষ টাকা রাখা হয়েছে। এই গাড়ি দুটি ইঞ্জিন বিকল্প ও 3টি ট্রান্সমিশন- ম্যানুয়াল, স্বয়ংক্রিয় (ডুয়াল ক্লাচ) ও স্বয়ংক্রিয় (টর্ক কনভার্টার) সহ 19টি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। কেয়ার্নস ৮টি রঙে পাওয়া যায়। Carens মাইলেজ 15.7 kmpl থেকে 21.3 kmpl। এটি ডিজেল ও পেট্রোল উভয় মডেলেই পাওয়া যায়।
2/9
Renault Triber হল একটি 7 আসনের MUV যার এক্স-শোরুম মূল্য 5.69 থেকে 8.25 লক্ষ টাকা। এতে একটি ইঞ্জিন বিকল্প রেখেছে কোম্পানি। 2টি ট্রান্সমিশন, ম্যানুয়াল ও AMT সহ 10টি ভ্যারিয়েন্টে পাওয়া যায় এই গাড়ি৷ ট্রাইবার 10টি রঙে পাওয়া যায়। Triber এর মাইলেজ 18.29 kmpl থেকে 19 kmpl পর্যন্ত।
3/9
Maruti Suzuki Ertiga -তে রয়েছে 7টি আসন। এটি একটি MUV, যার এক্স-শোরুম মূল্য 8.13 লক্ষ টাকা থেকে 10.85 লক্ষ টাকা। এই গাড়িতে একটি ইঞ্জিন 2টি ট্রান্সমিশন, ম্যানুয়াল ও স্বয়ংক্রিয় (টর্ক কনভার্টার)সহ 7টি ভ্যারিয়েন্ট রয়েছে। Ertiga 5 টি রঙে পাওয়া যায়। মারুতি আরটিগার মাইলেজ 17.99 কিমি থেকে 26.2 কিমি। এটি পেট্রল ও সিএনজি উভয় মডেলে পাওয়া যায়।
4/9
Datsun GO+: 7 সিটার এই MUV-র অন-রোড প্রাইস 4.90 লক্ষ টাকা। এই গাড়িতে একটি ইঞ্জিন ও 2টি ট্রান্সমিশন, ম্যানুয়াল ও AMT-র অপশন রয়েছে। এই গাড়ি 7টি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। Datsun 6টি রঙে কিনতে পারবেন ক্রেতা। এর মাইলেজ 18.57 kmpl থেকে 19.02 kmpl পর্যন্ত।
5/9
Mahindra Bolero Neo: এই গাড়িতে রয়েছে 7 আসনের সুবিধা। বোলেরো নিও একটি কমপ্যাক্ট SUV,যার এক্স-শোরুম প্রাইস 9.00 লক্ষ টাকা থেকে 11.34 লক্ষ টাকা পর্যন্ত। এটি 4টি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এতে একটি ইঞ্জিন অপশন ও কেবল ম্যানুয়াল ট্রান্সমিশন দেওয়া হয়েছে। বোলেরো নিও ৬টি রঙে পাওয়া যাচ্ছে। Bolero Neo-র মাইলেজ 17.29 kmpl। এটি শুধুমাত্র একটি ডিজেল ইঞ্জিনের সঙ্গে পাওয়া যায়।
6/9
Maruti Suzuki Eeco আসলে একটি মিনি ভ্যান, যার এক্স-শোরুম প্রাইস (7 সিটার ভ্যারিয়েন্টের জন্য) 4.82 লক্ষ টাকা। এটি একটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এতে রয়েছে 1196 cc ইঞ্জিন। ম্যানুয়াল ট্রান্সমিশনে পাওয়া যায় এই গাড়ি। Eeco-র মাইলেজ 16.11 কিমি থেকে 20.88 কিমি। এটি 5টি রঙে পাওয়া যায়।
7/9
দেশে কম দামে এই সাত আসনের গাড়ির চাহিদা রয়েছে। মাইলেজের সঙ্গে সঙ্গে কম দামে পাওয়া যায় এই গাড়ি।
8/9
এই সাত আসনের ফ্যামিলি কারগুলির মধ্যে কিছু গাড়িতে সিএনজি অপশন রয়েছে। ফলে কম খরচে বেশি মাইলেজ পাওয়া যায়।
9/9
গাড়িগুলির দাম ৫ লাখ থেকে শুরু হলেও এতে সুরক্ষার খামতি পাবেন না। এর মধ্যে সুরক্ষায় বেশি নজর দিয়েছে কিয়া ক্যারেন্স।