এক্সপ্লোর
Credit Card: এই ক্রেডিট কার্ডগুলিতে মিলছে দারুণ অফার, পুজোর কেনাকাটাতে কমবে খরচ ?
Credit Card Offer: বহু ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডে পুজোর আগে বিশেষ অফার দিচ্ছে। ফলে পুজোর কেনাকাটার উপরে বিশেষ ছাড় পাওয়া যাবে। HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক রয়েছে এই তালিকায়।

এইসব ক্রেডিট কার্ডে কেনাকাটায় মিলবে বিপুল ছাড়
1/10

বহু ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডে পুজোর আগে বিশেষ অফার দিচ্ছে। ফলে পুজোর কেনাকাটার উপরে বিশেষ ছাড় পাওয়া যাবে।
2/10

HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক ইত্যাদি বহু ব্যাঙ্কই এই মরশুমে তাদের ক্রেডিট কার্ডের উপর ছাড় দিচ্ছে।
3/10

HDFC ব্যাঙ্কের ভিসা কনট্যাক্টলেস ক্রেডিট কার্ড ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত একটি দুর্দান্ত অফার চালু করেছে। এর আওতায় হোমটাউনে কেনাকাটায় গ্রাহকরা পাবেন ৫ থেকে ১৫ শতাংশ ছাড়।
4/10

এই কার্ডে ম্যাডওভার, ডোনাটস এবং লুকওয়েল সেলুনের বিলে ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।
5/10

কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের ইএমআইতে ১০ শতাংশ বা সর্বাধিক ৩ হাজার টাকার ছাড় দিচ্ছে কেনাকাটার উপর। আর সাধারণ কেনাকাটার উপর ১৫ শতাংশ ছাড় পাবেন এই ক্রেডিট কার্ডে।
6/10

ICICI ব্যাঙ্কের প্ল্যাটিনাম কার্ড নেওয়ার মাধ্যমে আপনাকে কোনও বার্ষিক চার্জ দিতে হবে না এবং জয়েনিং ফিও দিতে হবে না।
7/10

এছাড়া এই আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে জ্বালানি তেলের দামেও খানিক ছাড় পাবেন গ্রাহকরা। ভাউচারও দেওয়া হচ্ছে।
8/10

অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ম্যাক্স ফ্যাশন মলে কেনাকাটার উপর ৫ শতাংশ ছাড় পাবেন আপনি। ৩ নভেম্বর পর্যন্ত এই অফারটি বৈধ থাকবে।
9/10

এই কার্ডে আপনি ২ অক্টোবর পর্যন্ত আইফোন কেনার উপরে ৮ হাজার টাকার ছাড় পেতে পারেন। Goibobo থেকে হোটেল ও ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রেও আপনাকে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে।
10/10

SBI ক্রেডিট কার্ডেও আপনাকে সুইগি অর্ডারের উপর ১০০ টাকা ছাড় দেওয়া হবে। IDBI-এর ক্রেডিট কার্ডেও সুইগি অর্ডারে ২০ শতাংশ অর্থাৎ সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
Published at : 14 Sep 2024 05:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
