এক্সপ্লোর
Income Tax: দীপাবলিতে সোনার গয়না কিংবা নগদ উপহার পেলে কর দিতে হবে সরকারকে ?
Gift Tax in India: সোনার গয়না, নগদ টাকা কিংবা কোনো দামী উপহারও দিয়ে থাকেন অনেকেই। এই উপহারের জন্যও কি আলাদা করে কর দিতে হয় সরকারকে ?

সোনা-দানা বা নগদ উপহার পেলে তার উপরেও কর দিতে হবে ?
1/10

আর কয়েকদিন পরেই দীপাবলি উৎসব। অনেকেই এই উৎসবের মরশুমে প্রিয়জনকে কিছু না কিছু উপহার দেবেন।
2/10

সোনার গয়না, নগদ টাকা কিংবা কোনো দামী উপহারও দিয়ে থাকেন অনেকেই। এই উপহারের জন্যও কি আলাদা করে কর দিতে হয় সরকারকে ?
3/10

ভারতে করদাতারা অনেকেই জানেন না উপহারের উপরেও কী ধরনের কর আরোপিত হয়ে থাকে। কত কর দিতে হয় ?
4/10

প্রথমে ১৯৫৮ সালের গিফট ট্যাক্স আইন মানা হত, পরে তা বাতিল করে ১৯৬১ সালের আয়কর আইনে উপহারের উপর কর আরোপের বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়।
5/10

এই আইন অনুসারে, কোনো ব্যক্তি বা হিন্দু অবিভক্ত পরিবার কোনো নির্দিষ্ট অর্থবর্ষে ৫০ হাজার টাকার বেশি মূল্যের উপহার পেলে তা করযোগ্য হবে।
6/10

নগদ, চেক বা ব্যাঙ্ক ট্রান্সফার, গয়না, বুলিয়ন, শেয়ার, বাড়ি, জমি ইত্যাদি যাই উপহার দেওয়া হোক না কেন, এর মূল্য ৫০ হাজারের কম হলে তার উপর কর ধার্য হবে না।
7/10

কোনো আত্মীয়র থেকে এই উপহার পেলে তাতে কিছু ছাড় রয়েছে।
8/10

আইন অনুসারে কোনো ব্যক্তির স্ত্রী, ভাইবোন, বাবা-মা কিংবা ঠাকুরদা-ঠাকুমা, সন্তান, স্ত্রীয়ের ভাইবোন কিংবা বাবা-মা, শ্বশুর-শাশুড়ির কাছ থেকে পাওয়া উপহার করের আওতায় আসে না।
9/10

কোনো সংস্থায় চাকরি করছেন ? কোম্পানি থেকে পাওয়া উপহারেও কর আরোপ হতে পারে। নগদ টাকা দিলে তা প্রত্যক্ষভাবে করযোগ্য, কোনো ভাউচার, অ্যাপ্লায়েন্স, গ্যাজেট উপহার পেলে যার দাম ৫ হাজারের বেশি, তাতেও তা করযোগ্য হবে।
10/10

এছাড়া দীপাবলিতে কর্মীদের যে বোনাস দেওয়া হয়, তাও প্রত্যক্ষভাবে বেতনের অংশ হিসেবে করযোগ্য বিবেচিত হয়।
Published at : 25 Oct 2024 01:22 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
