এক্সপ্লোর
IPO না বুঝে কিনলে হবে মারাত্মক ক্ষতি ! লগ্নির আগে অবশ্যই জানুন এই বিষয়গুলি
IPO_
1/6

Stock Market Update: গত এক বছর ধরে শুরু হয়েছে এই ধারাবাহিকতা।দেশের শেয়ার বাজারে নাম লেখাচ্ছে একের পর এক নতুন কোম্পানি। এদের মধ্যে অনেকেই সাফল্যের মুখ দেখেছে। ফলে রাতারাতি বদলে গিয়েছে দালাল স্ট্রিটের IPO-র চিত্র। নিত্যদিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-র কাছে আইপিও অনুমোদন চাইছে কোম্পানিগুলি। আপনিও যদি প্রথমবার IPO নিতে চান, তবে অবশ্যই জেনে নিন এই বিষয়গুলি। অন্যথায় লাভের পরিবর্তে লোকসান হবে আপনার।
2/6

Upcoming IPOs : লগ্নির আগে এই বিষয়গুলি মাথায় রাখুন ১ কোম্পানির অতীত জানুন: কোম্পানির আর্থিক অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল হোন। সংস্থার অ্যানুয়াল রিপোর্ট পড়ুন। সেই অনুযায়ী কোম্পানি কতটা উন্নতি করতে পারবে, তা সম্পর্কে আপনার একটা ধারণা জন্মাবে। তারপর আইপিওতে বিনিয়োগের কথা ভাবুন।
Published at : 17 Feb 2022 03:48 AM (IST)
আরও দেখুন






















