এক্সপ্লোর
Birbhum: বিশেষ তিথিতে কঙ্কালীতলার কুণ্ড থেকে বের করা হল পঞ্চমশিবকে, চলছে আরাধনা

কুণ্ড থেকে বের করা হল পঞ্চমশিবকে
1/10

মায়ের আবির্ভাব দিবসের বিশেষ তিথিতে সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলা মন্দিরের কুণ্ড থেকে তোলা হল পঞ্চমশিবকে। তাঁর আরাধনায় নিয়োজিত পুরোহিত থেকে ভক্ত, সকলেই।
2/10

এই বিশেষ তিথিতে আগামী ৬ দিন ধরে চলবে বিশেষ ভোগ নিবেদন।
3/10

অঘোর, তৎপুরুষ, ঈশান, সদ্যোজাত, বামদেব - এই পাঁচটি শিলাকে নিয়ে তৈরি হয়েছে পঞ্চমশিব। বছরের এই একমাত্র সময়ের একটি মাত্র দিন যেদিন পঞ্চমশিবকে কঙ্কালীতলার মন্দিরের কুণ্ড থেকে তোলা হয়।
4/10

কঙ্কালীতলার কুণ্ডের মধ্যে গোটা বছর মায়ের কাঁকাল রক্ষিত থাকে। বছরের এই দিনে কেবল মায়ের পঞ্চমশিবকে কুণ্ড থেকে তুলে কোপাই নদীর জলে স্নান করিয়ে শিব মন্দিরে নিয়ে যাওয়া হয়।
5/10

ছয় দিনের ভোগ নিবেদনের পর পঞ্চমশিব ফের ফিরে যায় কুণ্ডতে। আর এই বিশেষ ঘটনাকে ঘিরে কঙ্কালীতলায় বসেছে মেলা।
6/10

কথিত আছে, কঙ্কালীতলায় সতীর কাঁক অর্থাত্ কোমর পড়েছিল। সেই থেকেই এই তীর্থের নাম 'কঙ্কালীতলা'। আবার আরও একটি মত অনুযায়ী, দক্ষযজ্ঞের পর সেখানে দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল, সেই থেকেই এই নামকরণ।
7/10

এই শক্তিপীঠের দেবী গর্ভাদেবী নামে প্রসিদ্ধ ও ভৈরব রুরু নামে পূজিত হন। দেবীর মন্দির সংলগ্ন একটি কুণ্ড রয়েছে যেখানে বহু মাহাত্ম্য লুকিয়ে আছে বলেও বিশ্বাস।
8/10

কুণ্ডের মধ্যে কয়েকটি প্রস্থর খণ্ড আছে। এই খণ্ডগুলিকে সাধকরা দেবীর দেহের অংশ হিসেবে চিহ্নিত করেছেন।
9/10

এই প্রস্থর খণ্ডগুলি কুণ্ডের জল শুকিয়ে যাওয়ার পর তোলা হয়। পরে পুজা শেষে সেগুলিকে পুনরায় কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয়।
10/10

কথিত আছে, কঙ্কালীতলার কুণ্ডের সঙ্গে কাশীর মনিকর্নিকা ঘাটের সরাসরি সংযোগ আছে। কঙ্কালীতলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানারকম অলৌকিক কাহিনি। ছবি ও তথ্য: আবীর ইসলাম, বীরভূম।
Published at : 08 Apr 2022 08:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
