এক্সপ্লোর
Cyclone Update For Digha: পর্যটক শূন্য দিঘা ? এই মুহূর্তে কী পরিস্থিতি ? দেখুন টপ ভিউ
Cyclone Dana On Digha: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা, দিঘায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে ? জানালেন জেলা শাসক

পর্যটক শূন্য দিঘা ? এই মুহূর্তে কী পরিস্থিতি ? দেখুন টপ ভিউ
1/10

দুর্যোগের আশঙ্কা বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'।আগামী ১২ ঘণ্টার মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘দানা’ পূর্ব মেদিনীপুরে ১০০ থেকে ১২০ কিমি/ঘণ্টা ঝড়ের আশঙ্কা রয়েছে।
2/10

পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাজি বলেছেন, আমরা বারোটার পর থেকে সমুদ্রমুখী সকল রাস্তা ঘিরে দেব। যাতে কেউ না আসতে পারে।
3/10

তিনি আরও বলেন, আমরা আজকের মধ্যেই চূড়ান্ত প্রস্তুত নিচ্ছি। ৬০০ এর মতো স্কুল আমরা চিহ্নিত করেছি। সাইক্লোন সেন্টারগুলি যেগুলি রয়েছে, সেখানে আমরা ২ লক্ষের বেশি লোককে তুলব।
4/10

আমাদের অফিসাররা সবদিকগুলি খতিয়ে দেখছেন।নৌকা, ট্রলারগুলি নিরাপদ জায়গায় রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। যাতে কেউ দুর্ঘটনার কবলে না পড়ে, বলেন পূর্ণেন্দু মাজি।
5/10

দেখুন দিঘা সকলেরই ভাল লাগে।এটা আমাদেরও ভাল লাগে। কিন্তু এই সময় যেহেতু এখটা দুর্যোগ আসছে,আমরা চাই না কোনও দুর্ঘটনা ঘটে যাক, বলেই দাবি পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের।
6/10

গতকালই প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। হোটেল খালি করার সময়ও বেধে দেওয়া হয়েছিল। কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন।
7/10

ওড়িশার পারাদ্বীপ থেকে ঘূর্ণিঝড় ‘দানা’র দূরত্ব ৪৯০ কিমি । বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘দানা’
8/10

পুরীতে মাঝেই মাঝেই মেঘ-রোদ্দুরের খেলা চলছে। কখনও মেঘ , কখনও রোদ। এর সঙ্গেই সমুদ্রের ঢেউ এর তেজ ক্রমশ বাড়ছে।
9/10

ইতিমধ্যেই আশ্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রস্তুত এনডিআরএফ। বিপর্যয় মোকাবিলা টিমও উপস্থিত রয়েছে।
10/10

এখনও পর্যটকদের দেখতে পাওয়া যাচ্ছে বলেই খবর। তবে তাঁরা সরকারের নির্দেশিকা মেনেই, সফর সূচি বদলে নিয়েছেন।
Published at : 23 Oct 2024 05:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
