এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
Tamannaah Bhatia: 'আমি সবসময় বাবা-মা ও প্রিয়জনেদের হারিয়ে ফেলার আতঙ্কে থাকি', কেন হঠাৎ বললেন তমন্না ভাটিয়া?
Ideas of India: থিয়েটার বা প্রেক্ষাগৃহ থেকে ওটিটিতে মানুষের মন ঘুরেছে এখন। তাঁর কোনটা বেশি পছন্দ? সেই প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী?
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10

চলছে এবিপি নেটওয়ার্কের 'আইডিয়াজ অফ ইন্ডিয়া'র তৃতীয় সিজন। দুই দিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে হাজির ছিলেন অভিনেত্রী তমন্না ভাটিয়া। ছবি: ইনস্টাগ্রাম
2/10

প্যান ইন্ডিয়া অভিনেত্রী কথা বললেন তাঁর কাজ নিয়ে, আলোচনা করলেন কীভাবে নিজের সিনেমা বেছে নেন তিনি। তাঁর সেশনের নাম ছিল, 'So Many Cinemas - Tamannaah's Pan India Triumph'। ছবি: ইনস্টাগ্রাম
3/10

নিজের নামের বানান বদলানো প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'আমি যখন ছোট ছিলাম, কীভাবে জানি না, আমি জানতাম যে আমি অভিনেত্রীই হব। আমার বাবা নাম খুব ফিল্মিই রেখেছিলেন। তাই বদলানোর চিন্তা ছিল না। কিন্তু পরে একজন বলেন, যে নামে যদি একটা অতিরিক্ত 'a' ও 'h' জুড়ে দিতে পারি, তাহলে আরও ভাল হবে। আমি বলি যা ভাল লাগবে তাই করে নেব।' ছবি: ইনস্টাগ্রাম
4/10

রাজামৌলি পরিচালিত 'বাহুবলী' তমন্না ভাটিয়াকে প্যান ইন্ডিয়া অভিনেত্রীতে পরিণত করে। সেই প্রসঙ্গেও কথা বললেন অভিনেত্রী? ছবি: ইনস্টাগ্রাম
5/10

'এটা সত্যি যে, আপনার ভিতরের ক্ষমতা আবিষ্কার করতে মাঝে মাঝে অন্য একজনের চোখের প্রয়োজন হয়। আমার জন্য, সেই মানুষটি ছিলেন এস এস রাজামৌলি।' ছবি: ইনস্টাগ্রাম
6/10

তাঁর কথায়, 'বাহুবলী'তে কাজ না করলে নিজের অভিনয় ক্ষমতা নিয়ে এত দৃঢ়তা বা আত্মবিশ্বাস তাঁর গড়ে উঠত না। ছবি: ইনস্টাগ্রাম
7/10

থিয়েটার বা প্রেক্ষাগৃহ থেকে ওটিটিতে মানুষের মন ঘুরেছে এখন। তাঁর কোনটা বেশি পছন্দ? ছবি: ইনস্টাগ্রাম
8/10

অভিনেত্রী বলেন, 'আমার কোনও পক্ষপাত নেই। আমি যখন আমার কেরিয়ার শুরু করেছিলাম তখন শুধু সেলুলয়েড ছিল। তাই যদি কোনও সিনেমার অভিজ্ঞতা নিতে চাইলে আপনাকে থিয়েটারেই যেত হত। আজ আপনি এক স্থানে সীমাবদ্ধ নন।' ছবি: ইনস্টাগ্রাম
9/10

দেশের প্রথম সারির তারকা অভিনেত্রী তিনি। কিন্তু একটা জিনিসে তিনি খুব ভয় পান। কী সেটি? ছবি: ইনস্টাগ্রাম
10/10

অভিনেত্রীর কথায়, 'মৃত্যু এমন একটি বিষয় যাকে আমি আশা করি যে একদিন আমরা মানুষ হিসাবে আলিঙ্গন করতে শিখব এবং ভয় পাব না আর। কারণ আমি আমার বাবা মা ও প্রিয়জনেদের হারিয়ে ফেলার আতঙ্কে থাকি। মানুষকে চলে যেতে দেখা একেবারেই সহজ নয়।' ছবি: ইনস্টাগ্রাম
Published at : 24 Feb 2024 09:20 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























