ছবির ঘোষণা হয়েছিল আগেই। আগামী বছর চিত্রপরিচালক মৃণাল সেনের জন্মের সার্ধশতবর্ষ। তার আগেই এই কিংবদন্তির জীবন নিয়ে ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)।
2/10
সর্বপ্রথম অবশ্য এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন মৃণাল-পুত্র কুণাল সেন। আর ছবির নাম আর চরিত্রদের ফাস্ট লুক প্রকাশ করলেন পরিচালক।
3/10
কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত নতুন ছবির নাম 'পালান'। ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল মৃণাল সেন পরিচালিত ছবি 'খারিজ'।
4/10
সেই ছবির একাধিক চরিত্রকেই নতুন মোড়কে ফিরিয়ে আনতে চলেছেন কৌশিক। পোস্টারও করা হয়েছে 'খারিজ' ছবির আদলে।
5/10
কৌশিকের 'পালান'-এ অভিনয় করবেন অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদার ও মমতা শঙ্কর। (Anjan Dutt, Sreela Majumdar and Mamata Shankar)। তাঁরা ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও পাওলি দামকে (Paoli Dam)।
6/10
১৯৮২ সালে মুক্তি পাওয়া মৃণাল সেনের 'খারিজ' ছবিতে 'হরি'-র ভূমিকায় অভিনয় করেছিলেন দেবপ্রীতম দাশগুপ্ত (Debapratim Dasgupta)। কৌশিকের এই নতুন ছবিতে দেবপ্রীতমকেও নতুনভাবে পাবেন দর্শক।
7/10
ছবিটির প্রযোজনা করছে 'প্রমোদ ফিল্মস অ্যান্ড বিগ ডে' (Pramod Films & The Big Day) প্রযোজনা সংস্থা। কলকাতার একটি বাড়িতে বাস করা বিভিন্ন চরিত্রদের নিয়ে মৃণাল সেন তৈরি করেছিলেন 'খারিজ'।
8/10
তাঁর জন্ম শতবার্ষিকীতে 'পালান'-এর হাত ধরে সেই চরিত্রদেরই ফিরিয়ে আনছেন কৌশিক। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত নতুন ছবি 'পালান'।
9/10
কেবল চরিত্ররা নয়, তাঁদের লুকও প্রকাশ্যে আনা হয়েছে। চোখে চশমা, কাঁচা পাকা দাড়ি আর বিভ্রান্ত চাহনিতে অঞ্জন দত্ত মনে করাচ্ছেন 'খারিজ'-এর চরিত্রকেই।
10/10
সাদামাটা লুকে দেখা গেল মমতা শঙ্করকে। তাঁতের শাড়ি, মাথায় ঘোমটা এবং কপালের টিপের মধ্যে অমিল হয়নি একটুও। ১৯৮২ থেকে ২০২২। কেবল মুখে বয়সের ছাপ আর চশমা ছাড়া অবিকল যেন 'খারিজ'-এর চরিত্রই। পাওলি আর যীশুর লুকও যথেষ্ট সাদামাটা।