এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
Bengali Movie Puratan: 'পুরাতন' ছবিতে একসঙ্গে শর্মিলা ঠাকুর-ঋতুপর্ণা সেনগুপ্ত, কেমন হতে চলেছে ছবির গল্প?
Bengali Film: পরিচালক সুমন ঘোষের হাত ধরে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও শর্মিলা ঠাকুর।
'পুরাতন' ছবিতে একসঙ্গে শর্মিলা ঠাকুর-ঋতুপর্ণা সেনগুপ্ত
1/7

ছবির নাম 'পুরাতন'।
2/7

ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা মিলবে ইন্দ্রনীল সেনগুপ্তেরও।
3/7

ইতিমধ্য়েই ঘোষণা করা হয়েছে ছবির।
4/7

নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে ছবির আনুষ্ঠানিক ঘোষণার একাধিক ছবি শেয়ার করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
5/7

'পুরাতন' ছবিটিতে একজন মা ও মেয়ের গল্প উঠে এসেছে।
6/7

সূত্রের খবর অনুযায়ী, শর্মিলা ঠাকুরের জামাই-এর ভূমিকায় অভিনয় করবেন ইন্দ্রনীল সেনগুপ্ত।
7/7

তবে এই ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি।
Published at : 03 Sep 2023 04:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























