এক্সপ্লোর
Sreemoyee Birthday: মায়ের হাতের রান্না, কাঞ্চনের থেকে উপহার.. শ্রীময়ীর জন্মদিন জমজমাট
Sreemoyee-Kanchan: 'তোর ত্যাগ মনে রাখব', শ্রীময়ীর জন্মদিনে স্ত্রীকে খোলা চিঠি কাঞ্চনের

'তোর ত্যাগ মনে রাখব', শ্রীময়ীর জন্মদিনে স্ত্রীকে খোলা চিঠি কাঞ্চনের
1/10

জন্মদিনের গোটা দিনেই তাঁর সঙ্গী পরিবার। উপহারে-আদরে ভরে রইল অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের (Sreemoyee Chottoraj) জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন গোটা দিনের ছবি।
2/10

দুপুরে বাড়িতেই খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল শ্রীময়ীর। এবিপি লাইভকে (ABP Live) শ্রীময়ী জানিয়েছেন, তাঁর মাই বাড়িয়ে সমস্ত রান্নার আয়োজন করেছিল।
3/10

জন্মদিনের সকালে বাবার বাড়িতেই সময় কেটেছে শ্রীময়ীর, সেখানেই হাজির ছিলেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)-ও। স্ত্রীয়ের জন্য উপহারও এনেছিলেন তিনি।
4/10

শ্রীময়ী বলছেন, 'আজ সকালে মা-ই যাবতীয় সব রান্না করেছে। কাঞ্চন সমস্ত ব্যবস্থা করেছিল। সকালে নিজের বাড়িতেই আয়োজন হয়েছে সব।'
5/10

শ্রীময়ী জানিয়েছেন, রাতে তাঁর উদযপানের পরিকল্পনা রয়েছে শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে। বিয়ের পরে এটাই তো প্রথম জন্মদিন তাঁর।
6/10

শ্রীময়ী এও জানিয়েছেন, তিনি প্রচুর উপহার পেয়েছেন। বিয়ের পরে স্ত্রীকে উপহারে ভরিয়ে দিয়েছেন কাঞ্চন। উপহার পেয়েছেন পরিবারের থেকেও।
7/10

জন্মদিনের শুরুতেই বাবা-মায়ের সঙ্গে কেক কেটে দিনটা শুরু করেন শ্রীময়ী। নিজের হাতে কেক কেটে খাইয়ে দেন বাবা-মা ও কাঞ্চনকে।
8/10

অন্যদিকে আজ রাত থাকতেই, সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছিলেন কাঞ্চন। সঙ্গে লিখেছেন, 'শুভ জন্মদিন। ঈশ্বর তোর মনের সব ইচ্ছাপূরণ করুক।'
9/10

কাঞ্চন আরও লিখেছেন, 'আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখব। আমার জীবন গুছিয়ে দেবার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ।'
10/10

কাঞ্চন লিখছেন, ' আর বলতে পারি, তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথ চলা শুরু করেছি। এইভাবেই সবসময় আমার পাশে থাকিস। আমি তোকে খুব খুব খুব ভালোবাসি।'
Published at : 30 Jun 2024 07:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
