এক্সপ্লোর
Vicky Kaushal: কলকাতায় ভিকি কৌশল, শহরে এসেই অনুরাগীদের জন্য সোশ্যালে পোস্ট
Vicky Kaushal in Kolkata : শহরে পা রেখেই ভোরের আলো গায়ে মেঘে, সানগ্লাস পরে ছবি দিয়েছেন ইন্সটায় ভিকি কৌশল। সঙ্গে অনুরাগীদের জন্য প্রশ্ন 'কেমন আছেন ?'

কলকাতায় ভিকি কৌশল, শহরে এসেই অনুরাগীদের জন্য সোশ্যালে পোস্ট
1/10

'কেমন আছেন ?' শহরে এসেই অনুরাগীদের প্রশ্ন ভিকি কৌশলের । আজ্ঞে হ্যাঁ, ইনস্টা পোস্টে এমনই প্রশ্ন করেছেন বাংলা ভাষায়,ভিকি।
2/10

ভিকি কৌশলের ক্ষেত্রে অনুরাগীদের ভালোবাসার পারদটা বোধহয় দিগন্ত ছুঁয়ে যায়।
3/10

কারণ তিনি বলিউডের প্রথম সারির একজন অভিনেতা হয়েও, এত ব্যস্ততার পরেও, সুর তোলেন বীণায়। এমন নক্ষত্রের আলো, যে শহরে পড়বে, প্লাবন তো আসবেই !
4/10

শহরে পা রেখেই ভোরের আলো গায়ে মেঘে সানগ্লাস পরে ছবি দিয়েছেন ইনস্টায়। ভিকির, 'কেমন আছেন ?! ' প্রশ্নের উত্তরে ভক্তরাও উত্তর দিয়েছেন, 'ভালো আছি।'
5/10

কেউ আবার লিখেছেন, 'আপনাকে দেখে, কে না ভালো থাকবে ।' তিনি কলকাতায় এসেই বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা হোটেলে যান।
6/10

এই ছবিতে অভিনয় করছেন ভিকি কৌশল। ইতিমধ্যেই তার লুক প্রকাশ্যে এসেছে। এই ছবিরই শ্যুটিং করবেন তিনি ব্যারাকপুর ক্যান্টনমেন্টে।
7/10

সেখানে এক সেনা অফিসারের পুরনো বাড়িকে সেট হিসেবে তৈরি করে শ্যাম মানেকশর হিসেবে ছবিতে দেখানো হবে।
8/10

পাশাপাশি কলকাতায় ফোর্ট উইলিয়ামেও ভিকির শ্যুটিং হওয়ার কথা।
9/10

অক্টোবর মাসে সিনেমাটির প্রথম শিডিউলের শ্যুটিং রাপ আপ করেন ভিকি।
10/10

প্রথম শিডিউলে তিনি টানা প্রায় দু’মাস ধরে ভারতের পাঁচটি শহরে শ্যুটিং করেছেন। এবার শ্যুটিং শুরু হবে কলকাতায়।
Published at : 23 Nov 2022 05:45 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
ফ্যাক্ট চেক
Advertisement
ট্রেন্ডিং
