এক্সপ্লোর
Lifestyle:মাথার ভিতর চিন্তার ইঁদুর দৌড়? কী ভাবে শান্ত করবেন?
Racing Mind:এক দিকে গেলে, অন্য দিকটা কম পড়ে যায়--এমন মনে হয়? মাথার ভিতর যেন চিন্তার 'কম্পিটিশন' চলে। শান্তি কই?
মাথার ভিতর চিন্তার ইঁদুর দৌড়? কী ভাবে শান্ত করবেন?
1/9

কাজের ভয়ঙ্কর চাপ, বাড়িতে মা-বাবার নানা কথা, বন্ধুবান্ধবদের সঙ্গে নানা সামাজিক 'কমিটমেন্ট', তার উপর প্রিয়জনের অভিমান। এক দিকে গেলে, অন্য দিকটা কম পড়ে যায়--এমন মনে হয়? মাথার ভিতর যেন চিন্তার 'কম্পিটিশন' চলে। শান্তি কই?
2/9

শত চেষ্টা করেও এসব ক্ষেত্রে কিছুতেই মন নিয়ন্ত্রণে আনা না গেলে একটি নির্দিষ্ট কৌশলের কথা বলে থাকেন থেরাপিস্টরা। SIBAM। কোনও প্রশিক্ষিত থেরাপিস্ট-ই এটি সবথেকে ভাল ভাবে করতে সাহায্য করতে পারবেন। কিন্তু জিনিসটি ঠিক কী?
Published at : 05 Jan 2024 06:05 AM (IST)
আরও দেখুন






















