এক্সপ্লোর
Fuggerei Rent: বছরে মাত্র ৮৮ টাকা, তাতেই নিশ্চিন্ত আশ্রয়, ৫০০ বছর ভাড়া বাড়েনি এখানে
Cheap Rent in Fuggerei: এত সস্তায় আশ্রয়? নেপথ্যে দীর্ঘ ইতিহাস। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

আজকের দিনে ফ্ল্যাট কেনা মুখের কথা নয়। ভাড়াবাড়িতে থাকতেও মোটা টাকা চলে যায় প্রতি মাসে। কিন্তু মুদ্রাস্ফীতির এই যুগেও এমন একটি জায়গা রয়েছে পৃথিবীতে, যেখানে বছরে মাত্র ৮৮ টাকা দিলেই নিশ্চিন্তে হাত-পা ছড়িয়ে থাকা সম্ভব। ফ্রিপিক
2/10

জার্মানির ফুগাহায় এমনই নিশ্চিন্ত আশ্রয়স্থল হয়ে উঠেছে। মিউনিখ থেকে গাড়িতে এক ঘণ্টা সময় লাগে ফুগাহায় পৌঁছতে। সেখানে পৃথিবীর প্রাচীনতম হাউজিং কমপ্লেক্স রয়েছে, যেখানে থাকতে বছরে ৮৮ টাকা দিলেই চলে। পিক্সাবে
Published at : 21 Apr 2024 01:24 PM (IST)
আরও দেখুন





















