চৌবাগার কাছে বাসন্তী এক্সপ্রেসওয়েতে উপড়ে পড়ে গাছ। বন্ধ হয়ে যায় রাস্তার একাংশ। দ্রুত পৌঁছয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল। গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হয়।
3/7
ভরা কোটালে ক্রমশ বাড়ছে গঙ্গার জলস্তর। নির্দিষ্ট সময়ের আগেই লকগেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত পুরসভার। পুরসভা সূত্রে খবর, বিকেল ৪টে পর্যন্ত বন্ধ থাকবে লকগেট। এই সময়ের মধ্যে কলকাতায় ভারী বৃষ্টি হলে, শহর জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি, পুরসভার দাবি, গঙ্গার জলস্তর যে হারে বাড়ছে তাতে এমনিতেই বেশ কিছু পকেট এরিয়া প্লাবিত হতে পারে। পুরসভা সূত্রে খবর, দুপুর ১টা ২৩ নাগাদ গঙ্গার জলস্তর বাড়তে পারে ১৭.২৪ ফুট পর্যন্ত।
4/7
শহরের অন্যান্য জায়গার পাশাপাশি ভোর থেকে ধর্মতলা এবং বাবুঘাটে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। সঙ্গে ঝোড়ো হাওয়া।
5/7
সল্টলেকের বিভিন্ন জায়গায় গাছ উপড়ে বিপত্তি। বৈশাখী, EC ব্লক-সহ বেশ কয়েকটি জায়গায় ঝড়ে গাছ উপড়ে পড়ে। দ্রুত বিধাননগর পুরসভার কর্মীরা এসে গাছ কাটার কাজ শুরু করেন।
6/7
কলকাতা পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে রাজা রামমোহন সরণিতে বাড়ির উপর হেলে পড়ে গাছ। ভোর ৪টে নাগাদ এই ঘটনা ঘটে। দ্রুত সেখানে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। গাছ কেটে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
7/7
সকাল সাড়ে ৮টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ। সকাল সোয়া ৮টা নাগাদ শেষ উড়ান রওনা দেয় বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। বিমানের চাকা বেঁধে রাখা হয়েছে। আমফানের অভিজ্ঞতার কথা মাথায় রেখে প্রপেলারগুলো ত্রিপল দিয়ে বেঁধে রাখা হয়। যাতে হাওয়া ঢুকে বিমানের ক্ষতি না হয়। আগেই মেরামত করা হয়েছে হ্যাঙ্গার।