এক্সপ্লোর
India Top News This Week : এই সপ্তাহে দেশের সবথেকে বড় ১০ ঘটনা একনজরে
India Top News : সারা সপ্তাহে সারা দেশে বড় কী কী ঘটনা ঘটে গেল, দেখুন এক নজরে
![India Top News : সারা সপ্তাহে সারা দেশে বড় কী কী ঘটনা ঘটে গেল, দেখুন এক নজরে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/22/d0e504cf55d232ee24c3bf568d81c4c9168213663636753_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
India Top News This Week : এই সপ্তাহে দেশের সবথেকে বড় ১০ ঘটনা একনজরে
1/10
![ক্ষমতার দখল নিয়ে সেনা এবং আধা সেনার মধ্যে সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতি সুদানে। আর সেখানে আটকে অসংখ্য ভারতীয়। এই পরিস্থিতিতে সর্বোচ্চ স্তরের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/22/a2573ab2a74b04c8f93dca99bca91c7c361ae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ক্ষমতার দখল নিয়ে সেনা এবং আধা সেনার মধ্যে সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতি সুদানে। আর সেখানে আটকে অসংখ্য ভারতীয়। এই পরিস্থিতিতে সর্বোচ্চ স্তরের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
2/10
![বৈঠকে সুদানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ভারতীয়দের দ্রুত সুদান থেকে সরিয়ে ফেলার উপরে জোর দেওয়া হয়েছে। বৈঠকে ছিলেন বায়ু সেনা প্রধান,নৌ সেনাপ্রধান। বিদেশ মন্ত্রকের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/22/7fac1f3eff2be8b0c913e0634d77a12263890.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বৈঠকে সুদানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ভারতীয়দের দ্রুত সুদান থেকে সরিয়ে ফেলার উপরে জোর দেওয়া হয়েছে। বৈঠকে ছিলেন বায়ু সেনা প্রধান,নৌ সেনাপ্রধান। বিদেশ মন্ত্রকের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন।
3/10
![জনসংখ্যার নিরিখে চিনকে ছাড়িয়ে গেল ভারত। পেল বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশের তকমা। রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যানঅনুযায়ী, বর্তমানে চিনের জনসংখ্য়া ১৪২. ৫৭ কোটি। সেখানে ভারতের জনসংখ্য়া ১৪২.৮৬ কোটি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/22/a65eb10850854e13ad0e01c0a95a60377f6e2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জনসংখ্যার নিরিখে চিনকে ছাড়িয়ে গেল ভারত। পেল বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশের তকমা। রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যানঅনুযায়ী, বর্তমানে চিনের জনসংখ্য়া ১৪২. ৫৭ কোটি। সেখানে ভারতের জনসংখ্য়া ১৪২.৮৬ কোটি।
4/10
![রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুসারে, ভারতের জনসংখ্যার ২৫ শতাংশ ০-১৪ বছর বয়সী, ১৮ শতাংশ ১০ থেকে ১৯ বছর বয়সী, ২৬ শতাংশ ১০ থেকে ২৪ বছর বয়সের বয়সী, ৬৮ শতাংশ ১৫ থেকে ৬৪ বছর বয়সী। ৬৫ বছরের উপরে ৭ শতাংশ। বিভিন্ন সংস্থার অনুমান, ভারতের জনসংখ্যা প্রায় তিন দশক ধরে বাড়তে থাকবে। এবং ১৬৫ কোটিতে পৌঁছানোর পরই তা কমতে শুরু করবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/22/8fc24152aed870968c148d0eb901879c69216.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুসারে, ভারতের জনসংখ্যার ২৫ শতাংশ ০-১৪ বছর বয়সী, ১৮ শতাংশ ১০ থেকে ১৯ বছর বয়সী, ২৬ শতাংশ ১০ থেকে ২৪ বছর বয়সের বয়সী, ৬৮ শতাংশ ১৫ থেকে ৬৪ বছর বয়সী। ৬৫ বছরের উপরে ৭ শতাংশ। বিভিন্ন সংস্থার অনুমান, ভারতের জনসংখ্যা প্রায় তিন দশক ধরে বাড়তে থাকবে। এবং ১৬৫ কোটিতে পৌঁছানোর পরই তা কমতে শুরু করবে।
5/10
![রোহিণী কোর্টের পর এবার দিল্লির সাকেত কোর্ট চত্বরে গুলি। ৪ রাউন্ড গুলি চলে বলে খবর। আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনজীবীর পোশাক পরে এসে মহিলা সাক্ষীর উপর গুলিবৃষ্টির খবর। গুলিতে আহত সাক্ষী, আদালতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/22/62232f769c8fa439011c1802447b465995a16.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রোহিণী কোর্টের পর এবার দিল্লির সাকেত কোর্ট চত্বরে গুলি। ৪ রাউন্ড গুলি চলে বলে খবর। আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনজীবীর পোশাক পরে এসে মহিলা সাক্ষীর উপর গুলিবৃষ্টির খবর। গুলিতে আহত সাক্ষী, আদালতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
6/10
![এনকাউন্টারে ছেলে আসাদের পর,পুলিশের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময়, গুলি করে খুন করা হয় উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই আসরফকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/22/3b30efedbed700d26363f7d6fc101b7f1a358.png?impolicy=abp_cdn&imwidth=720)
এনকাউন্টারে ছেলে আসাদের পর,পুলিশের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময়, গুলি করে খুন করা হয় উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই আসরফকে।
7/10
![এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। সাসপেন্ড করা হয় ধৃত আতিকের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৭ জন পুলিশ কর্মীকে। গ্যাংস্টার খুনের পর, গোটা উত্তরপ্রদেশজুড়েই জারি হয় ১৪৪ ধারা। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/22/d28903ad76f945b00dea77d2a9e4883676111.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। সাসপেন্ড করা হয় ধৃত আতিকের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৭ জন পুলিশ কর্মীকে। গ্যাংস্টার খুনের পর, গোটা উত্তরপ্রদেশজুড়েই জারি হয় ১৪৪ ধারা। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ।
8/10
![প্রবল গরমে খোলা আকাশের নীচে সরকারি অনুষ্ঠান। মহারাষ্ট্রে হিট স্ট্রোকে মৃত্যু হল ১১ জনের। অসুস্থ আরও কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। গোটা দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহ চলছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/22/d321c778cacb031170b5d8f9278de15d57546.png?impolicy=abp_cdn&imwidth=720)
প্রবল গরমে খোলা আকাশের নীচে সরকারি অনুষ্ঠান। মহারাষ্ট্রে হিট স্ট্রোকে মৃত্যু হল ১১ জনের। অসুস্থ আরও কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। গোটা দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহ চলছে।
9/10
![এর মধ্যেই নভি মুম্বইয়ে মহারাষ্ট্র সরকারের ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ অনুষ্ঠান চলছিল। মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে-সহ একাধিক মন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, অনুষ্ঠান দেখতে খোলা আকাশের নীচে ভিড় জমান বহু মানুষ। ওখানেই বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। ১১ জনের মৃত্যু হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/22/cfa386a43f67a7022bea0072b3ddffb7b2892.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এর মধ্যেই নভি মুম্বইয়ে মহারাষ্ট্র সরকারের ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ অনুষ্ঠান চলছিল। মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে-সহ একাধিক মন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, অনুষ্ঠান দেখতে খোলা আকাশের নীচে ভিড় জমান বহু মানুষ। ওখানেই বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। ১১ জনের মৃত্যু হয়।
10/10
![মোদি-পদবি বিতর্কে সুরাত আদালতে ধাক্কা খেলেন রাহুল গান্ধী। ২ বছরের সাজার নির্দেশের ওপর স্থগিতাদেশের আবেদন খারিজ করল আদালত। ২০১৯-এর মোদি-পদবি বিতর্ক মামলায় এর আগে আদালত রাহুলের ২ বছরের সাজা ঘোষণা করা হয়। সেই রায়ের ওপর স্থগিতাদেশের আর্জি জানিয়েছেন রাহুল গান্ধী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/22/882d13296c9ca4582e5ae3062e8746cbfccf5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মোদি-পদবি বিতর্কে সুরাত আদালতে ধাক্কা খেলেন রাহুল গান্ধী। ২ বছরের সাজার নির্দেশের ওপর স্থগিতাদেশের আবেদন খারিজ করল আদালত। ২০১৯-এর মোদি-পদবি বিতর্ক মামলায় এর আগে আদালত রাহুলের ২ বছরের সাজা ঘোষণা করা হয়। সেই রায়ের ওপর স্থগিতাদেশের আর্জি জানিয়েছেন রাহুল গান্ধী
Published at : 22 Apr 2023 09:40 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)