এক্সপ্লোর
Politicians Sisters:রাজনীতিকের সঙ্গেই বিয়ে, কিন্তু রাজনীতি থেকে দূরেই এই নেতাদের বোনেরা

Politicians Sisters
1/8

বিজেপির অন্যতম শীর্ষ নেতা রবিশংকর প্রসাদের বোন অনুরাধা প্রসাদের বিয়ে কংগ্রেস নেতা রাজীব শুক্লার সঙ্গে হয়েছিল। অনুরাধা রাজনীতিতে কখনওই আসেননি।
2/8

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বোন সারা আবদুল্লার বিয়ে হয়েছে কংগ্রেস নেতা সচিন পাইলটের সঙ্গে। কিন্তু সারাও রাজনীতিতে আসেননি।
3/8

আরজেডি নেতা তেজস্বী যাদবের বোন রাজলক্ষ্মীর বিয়ে হয়েছে প্রাক্তন সাংসদ তেজ প্রতাপের সঙ্গে। কিন্তু রাজনীতি থেকে দূরেই রয়েছেন রাজলক্ষ্মী।
4/8

কেন্দ্রীয় মন্ত্রী জ্য়োতিরাদিত্য সিন্ধিয়ার বোন চিত্রাঙ্গদার বিয়ে হয়েছে কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিংহর সঙ্গে। চিত্রাঙ্গদা নিজেকে রাজনীতি থেকে দূরেই রেখেছেন।
5/8

তেজস্বী যাদবের বোন অনুষ্কার বিয়ে হয়েছে হরিয়ানার কংগ্রেস বিধায়র চিরঞ্জীবী রাওয়ের সঙ্গে। অনুষ্কাকেও রাজনীতির জগতে দেখা যায়নি।
6/8

উল্লেখ্য, চিরঞ্জীবী হরিয়ানা সরকারের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী ড. অজয় যাদবের ছেলে। চিরঞ্জীবী হরিয়ানা যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতিও।
7/8

উত্তরপ্রদেশের বহুচর্চিত বিধায়ক রাজা ভাইয়ার নিজের বোন নেই। কিন্তু তাঁর মামাতো বোন নিহারিকা সিংহর বিয়ে বিজেপি সাংসদ দুষ্যন্ত সিংহের সঙ্গে হয়েছে।
8/8

দুষ্যন্ত সিংহ রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের ছেলে। নিহারিকা বিয়ের পর রাজনীতির জগতে পা রাখেননি।
Published at : 21 Jan 2022 12:32 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
