এক্সপ্লোর
Rahul Gandhi: এবার হাতে করাত, দিল্লির কীর্তি নগরের বাজারে কাঠমিস্ত্রিদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের
কংগ্রেস সেই ছবি শেয়ার করেছে।
![কংগ্রেস সেই ছবি শেয়ার করেছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/29/141263d056513995b7bd22fafcf051a31695959228399170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাহুল গাঁধী
1/10
![দিনকয়েক আগেই তাঁকে দেখা গিয়েছিল কুলির বেশে। মাথায় যাত্রীর স্যুটকেসও বহন করেন কিছুটা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/29/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800e0042.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দিনকয়েক আগেই তাঁকে দেখা গিয়েছিল কুলির বেশে। মাথায় যাত্রীর স্যুটকেসও বহন করেন কিছুটা।
2/10
![এবার ছুতোরের কাজেও হাত লাগালেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। দিল্লির কীর্তি নগরে আসবাবপত্রের বাজারে ছুতোরদের সঙ্গে কথাও বলেন কংগ্রেস সাংসদ। কংগ্রেস সেই ছবি শেয়ার করেছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/29/156005c5baf40ff51a327f1c34f2975b6bd00.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এবার ছুতোরের কাজেও হাত লাগালেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। দিল্লির কীর্তি নগরে আসবাবপত্রের বাজারে ছুতোরদের সঙ্গে কথাও বলেন কংগ্রেস সাংসদ। কংগ্রেস সেই ছবি শেয়ার করেছে।
3/10
![ছুতোরদের সমস্যার কথা জানতে চান ওয়েনাড়ের সাংসদ। পাশাপাশি কিছু আসবাব তৈরির কাজে হাতও লাগান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/29/799bad5a3b514f096e69bbc4a7896cd993d37.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছুতোরদের সমস্যার কথা জানতে চান ওয়েনাড়ের সাংসদ। পাশাপাশি কিছু আসবাব তৈরির কাজে হাতও লাগান।
4/10
![পরে X হ্যান্ডেলে রাহুল লেখেন, 'দিল্লির কীর্তি নগরে এশিয়ার সবথেকে বড় আসবাব বাজারে গিয়েছিলাম। সেখানে কাঠমিস্ত্রি ভাইদের সঙ্গে দেখা করি। কঠোর পরিশ্রমী হওয়া ছাড়াও, তাঁরা চমৎকার শিল্পীও। স্থায়িত্ব এবং সৌন্দর্য খোদাই বিশেষজ্ঞ।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/29/d0096ec6c83575373e3a21d129ff8fef252c9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পরে X হ্যান্ডেলে রাহুল লেখেন, 'দিল্লির কীর্তি নগরে এশিয়ার সবথেকে বড় আসবাব বাজারে গিয়েছিলাম। সেখানে কাঠমিস্ত্রি ভাইদের সঙ্গে দেখা করি। কঠোর পরিশ্রমী হওয়া ছাড়াও, তাঁরা চমৎকার শিল্পীও। স্থায়িত্ব এবং সৌন্দর্য খোদাই বিশেষজ্ঞ।'
5/10
![তাঁর সংযোজন, 'আমরা অনেক কথা বলি, তাঁদের দক্ষতা জানতে পারি এবং কিছুটা শেখার চেষ্টা করি।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/29/032b2cc936860b03048302d991c3498f6c4b9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাঁর সংযোজন, 'আমরা অনেক কথা বলি, তাঁদের দক্ষতা জানতে পারি এবং কিছুটা শেখার চেষ্টা করি।'
6/10
![সম্প্রতি রাহুলকে ছত্তিশগড় সফরে ট্রেনে ভ্রমণ করতেও দেখা গেছে। সেই সময় তিনি ছত্তীশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, কংগ্রেসের রাজ্য ইনচার্জ কুমারী শৈলজার সঙ্গে ট্রেনের স্লিপার বগিতে বসে যাত্রীদের সঙ্গে কথা বলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/29/18e2999891374a475d0687ca9f989d838303f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্প্রতি রাহুলকে ছত্তিশগড় সফরে ট্রেনে ভ্রমণ করতেও দেখা গেছে। সেই সময় তিনি ছত্তীশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, কংগ্রেসের রাজ্য ইনচার্জ কুমারী শৈলজার সঙ্গে ট্রেনের স্লিপার বগিতে বসে যাত্রীদের সঙ্গে কথা বলেন।
7/10
![চলতি বছরের ২৮ জুন দিল্লির করোল বাগে এক বাইক মেকানিকের দোকানে কংগ্রেস সাংসদকে দেখা যায়। সেই সময় তাঁর বাইক ঠিক করার চেষ্টার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/29/fe5df232cafa4c4e0f1a0294418e5660b9d60.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চলতি বছরের ২৮ জুন দিল্লির করোল বাগে এক বাইক মেকানিকের দোকানে কংগ্রেস সাংসদকে দেখা যায়। সেই সময় তাঁর বাইক ঠিক করার চেষ্টার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়।
8/10
![২০ এপ্রিল দিল্লির মুখার্জি নগরে গিয়ে সেখানে UPSC-র জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতা সারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/29/8cda81fc7ad906927144235dda5fdf1546e20.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০ এপ্রিল দিল্লির মুখার্জি নগরে গিয়ে সেখানে UPSC-র জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতা সারেন।
9/10
![১৮ এপ্রিল তাঁকে পুরানো দিল্লিতে সাধারণ মানুষের মধ্যে দেখা যায়। সে সময় তিনি বাঙালি মার্কেটে সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করেন এবং পুরনো দিল্লিতে 'মহব্বত কা শরবত' উপভোগ করন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/29/30e62fddc14c05988b44e7c02788e187ae12a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৮ এপ্রিল তাঁকে পুরানো দিল্লিতে সাধারণ মানুষের মধ্যে দেখা যায়। সে সময় তিনি বাঙালি মার্কেটে সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করেন এবং পুরনো দিল্লিতে 'মহব্বত কা শরবত' উপভোগ করন।
10/10
![হরিয়ানার সোনপত জেলায় খেতে চাষিদের সঙ্গে ধানের চারা রোপণ করতে দেখা গিয়েছিল রাহুলকে। পরে কিছু মহিলা চাষির সঙ্গে কথা বলে তাঁদের তাঁর মায়ের বাড়িতে আমন্ত্রণ জানান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/29/ae566253288191ce5d879e51dae1d8c3ea008.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হরিয়ানার সোনপত জেলায় খেতে চাষিদের সঙ্গে ধানের চারা রোপণ করতে দেখা গিয়েছিল রাহুলকে। পরে কিছু মহিলা চাষির সঙ্গে কথা বলে তাঁদের তাঁর মায়ের বাড়িতে আমন্ত্রণ জানান।
Published at : 29 Sep 2023 09:18 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)