এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bangladesh Air Force Academy: 'ভারত-বাংলাদেশ সুসম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা উভয় দেশের সামরিক বাহিনীর', যশোরে বায়ুসেনা প্রধান ভাদৌরিয়া
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/29/17c05480bbc3e1bc8c87b32b1d10bc72_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
বাংলাদেশ এয়ারফোর্স অ্যাকাডেমির কমিশনিং সেরিমনিতে প্রধান অতিথি ভারতীয় বায়ুসেনা প্রধান ভাদৌরিয়া
1/8
![ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদৌরিয়া ২ দিনের জন্য বাংলাদেশ সফরে গিয়েছিলেন। ২০২১ প্রেসিডেন্ট প্যারেড উপলক্ষে বাংলাদেশ বায়ুসেনা অ্যাকাডেমির কমিশনিং সেরিমনি ও পাসিং আউট প্যারেড রিভিউ করার জন্য তাঁকে বিশেষ আমন্ত্রণ পাঠিয়েছিলেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/29/85d8cac86c7f602d5ff7ca9252e8d0f8a5102.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদৌরিয়া ২ দিনের জন্য বাংলাদেশ সফরে গিয়েছিলেন। ২০২১ প্রেসিডেন্ট প্যারেড উপলক্ষে বাংলাদেশ বায়ুসেনা অ্যাকাডেমির কমিশনিং সেরিমনি ও পাসিং আউট প্যারেড রিভিউ করার জন্য তাঁকে বিশেষ আমন্ত্রণ পাঠিয়েছিলেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান।
2/8
![এবছর বাংলাদেশের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ও অর্থবহ। কারণ, এবছর, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ জয় ও স্বাধীন বাংলাদেশ গঠনের সূবর্ণ জয়ন্তী পালন হচ্ছে। সেই দিক দিয়ে ভারতীয় বায়ুসেনা প্রধানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/29/a3032d0cbe66033951d8b6c25b82f9e4678d9.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এবছর বাংলাদেশের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ও অর্থবহ। কারণ, এবছর, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ জয় ও স্বাধীন বাংলাদেশ গঠনের সূবর্ণ জয়ন্তী পালন হচ্ছে। সেই দিক দিয়ে ভারতীয় বায়ুসেনা প্রধানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
3/8
![প্রসঙ্গত, এই প্রথম প্যারেড রিভিউ করার জন্য কোনও বিদেশি সামরিক কর্তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হল বাংলাদেশে। ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে থাকা মৈত্রী ও বিশ্বাসের এটাই - প্রকৃষ্ট উদাহরণ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/29/504874f1d11fe6edb995f91ce65e8bdcb8dd5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রসঙ্গত, এই প্রথম প্যারেড রিভিউ করার জন্য কোনও বিদেশি সামরিক কর্তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হল বাংলাদেশে। ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে থাকা মৈত্রী ও বিশ্বাসের এটাই - প্রকৃষ্ট উদাহরণ।
4/8
![অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেন ভাদৌরিয়া। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সুসম্পর্কের নেপথ্যে দুদেশের সামরিক বাহিনীর মধ্যে যে ঐতিহাসিক ও ভাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তার ভূমিকা অনস্বীকার্য।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/29/b8acb467d0392202885811e72ceb4f588cc0d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেন ভাদৌরিয়া। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সুসম্পর্কের নেপথ্যে দুদেশের সামরিক বাহিনীর মধ্যে যে ঐতিহাসিক ও ভাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তার ভূমিকা অনস্বীকার্য।
5/8
![ভাদৌরিয়ার মতে, উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে ক্রমাগত যোগাযোগ, পারস্পরিক ও দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা ভারত-বাংলাদেশ সুসম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/29/736502913d0884626e7fcabfd297d66d5ab49.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ভাদৌরিয়ার মতে, উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে ক্রমাগত যোগাযোগ, পারস্পরিক ও দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা ভারত-বাংলাদেশ সুসম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
6/8
![ভারতীয় বায়ুসেনা প্রধান জানান, দুই দেশের বিমানবাহিনীর মধ্যে দারুন বোঝাপড়া ও সমঝোতা রয়েছে। যা আগামীদিনে আরও বিকশিত হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/29/3a391f9b47f6453b09179ddc9c028d11eb68d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতীয় বায়ুসেনা প্রধান জানান, দুই দেশের বিমানবাহিনীর মধ্যে দারুন বোঝাপড়া ও সমঝোতা রয়েছে। যা আগামীদিনে আরও বিকশিত হবে।
7/8
![এই সফরে, বাংলাদেশের বায়ুসেনা প্রধানের পাশাপাশি স্থলসেনাপ্রধান ও সেদেশের সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গেও বৈঠক করেন বায়ুসেনা প্রধান আর কে এস ভাদৌরিয়া। সেখানে প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/29/91ec98ab5483f2cf839745edbf2abbfce0b07.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এই সফরে, বাংলাদেশের বায়ুসেনা প্রধানের পাশাপাশি স্থলসেনাপ্রধান ও সেদেশের সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গেও বৈঠক করেন বায়ুসেনা প্রধান আর কে এস ভাদৌরিয়া। সেখানে প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
8/8
![এর পাশাপাশি, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামীর সঙ্গেও বৈঠক করেন ভাদৌরিয়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/29/b1ae623f364394a8d5aa81fd4d70eec19d441.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এর পাশাপাশি, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামীর সঙ্গেও বৈঠক করেন ভাদৌরিয়া।
Published at : 29 Jun 2021 07:51 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
প্রযুক্তি
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)