এক্সপ্লোর
Mughal Emperor Unknown Facts: প্রতিদিন আলাদা রঙের...মুঘল সম্রাট হুমায়ুনের ছিল এই 'আজব' শখ
Mughal Astrology: যে কোনও সম্রাটের শখের তালিকা দেখলেই চোখে কপালে উঠতে বাধ্য। মুঘল সম্রাট হুমায়ুনও সেই তালিকায় পরেন।

নিজস্ব চিত্র
1/9

মুঘল সম্রাটদের সম্পর্কে অনেক ধরনের গল্প শোনা যায়। তাঁদের সঙ্গে জড়িয়ে নানা ধরনের লোককথাও। মুঘল আমলে ভারতে ক্ষমতার উত্থান-পতন দেখা গিয়েছে। মুঘল আমল নিয়ে বলতে গেলেই হুমায়ুনের কথা বলতে হয়।
2/9

ভারতের দ্বিতীয় মুঘল শাসক ছিলেন হুমায়ুন। ভারতে মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতা বাবরের পুত্র ছিলেন তিনি। মুঘল রাজবংশের অন্যতম সফল সম্রাট আকবরের পিতা ছিলেন তিনি।
3/9

২২ বছরে সম্রাট হয়েছিলেন হুমায়ুন। জ্যোতিষবিদ্যার উপর অগাধ আস্থা ছিল হুমায়ুনের। তাঁর একাধিক শখ ও আগ্রহের কথাও নানা জায়গায় আলোচিত হয়েছে।
4/9

তাঁর শখ এবং গল্প আলোচনার বিষয় ছিল। মুঘল সম্রাট যুদ্ধে হেরে রাজত্ব হারিয়ে ১৫ বছর নির্বাসনে কাটিয়েছিলেন, পরে আবার ফেরত পান।
5/9

হুমায়ুন ১৫৩০ থেকে ১৫৪০ এবং ১৫৫৫ থেকে ১৫৫৬ পর্যন্ত শাসন করেন। ১৫৪০ সালে আফগান শের শাহের কাছে যুদ্ধে পরাজিত হওয়ার পর, হুমায়ুন ভারতের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।
6/9

তাঁর রাজসভা চালানোর বিষয়টি অনেকটাই প্রভাবিত হত জোতিষের উপর। কোনও সিদ্ধান্ত নেওয়া নির্ভর করতো গ্রহ-নক্ষত্রের অবস্থানের উপর।
7/9

মুঘল সম্রাট হুমায়ুন সপ্তাহের সাত দিন বিভিন্ন রঙের পোশাক পরতেন। এ বিষয়টি সারা সাম্রাজ্যে আলোচনার বিষয় ছিল। হুমায়ুন জ্যোতিষশাস্ত্রে আগ্রহী ছিলেন তাই তিনি নাকি এই কাজটি করতেন।
8/9

সপ্তাহের সাতদিন আলাদা আলাদা রঙের রাজবেশ পরতেন। এক একটি দিন এক একটি গ্রহের বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। সেই কারণেই গ্রহের সঙ্গে মিলিয়ে সেই রঙের রাজবেশ পরতেন তিনি।
9/9

মুঘল শাসকদের অনেকেরই ফ্যাশন, বস্ত্র, সব প্রকারের শিল্পের প্রতি গভীর আগ্রহ ছিল। মুঘল শাসক ও রাজপরিবারের সদস্যদের জামাকাপড় ছিল চোখধাঁধানো। তাঁদের জামাকাপড় ব্রোকেড এবং সিল্কের মতো দামি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল। সোনার সুতো ও মূল্যবান পাথরও ব্যবহার করা হতো।
Published at : 26 Nov 2023 12:55 PM (IST)
Tags :
Mughal Emperorআরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
