এক্সপ্লোর
Navratri: শান্তি-দয়ার প্রতীক দেবী স্কন্দমাতা, নবরাত্রির পঞ্চম দিনে দেশজুড়ে সাড়ম্বর পুজো পালন
নবরাত্রির পঞ্চম দিনে মা স্কন্দমাতার পূজা করার নিয়ম রয়েছে।
নবরাত্রির পঞ্চম দিনে মা স্কন্দমাতার পুজো করার নিয়ম রয়েছে
1/7

নবরাত্রির নয় দিনের উৎসবে দেবী দুর্গার নয়টি রূপ - শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুশমণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রীকে উৎসর্গ করা হয়। নবরাত্রির পঞ্চম দিনে মা স্কন্দমাতার পূজা করার নিয়ম রয়েছে।
2/7

কার্তিকের আরেক নাম স্কন্দ এবং মাতা মা-এর অর্থে ব্যবহৃত একটি শব্দ। এই কারণেই তিনি দেবী স্কন্দমাতা নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে, ভক্তরা যখন দেবীর পূজা করেন তখন মায়ের কোলে বসে থাকা ভগবান কার্তিকের আশীর্বাদও মেলে। তিনি দয়ার প্রতীক।
Published at : 19 Oct 2023 08:16 AM (IST)
আরও দেখুন






















