এক্সপ্লোর
Science News: চোখের পলকে মাটি ছুঁয়ে ফেলে কেউ, কারও গতি আবার সাবধানী, পৃথিবী থেকে চাঁদে পৌঁছতে ঠিক যত সময় লাগে
Lunar Mission: পৃথিবীর উপগ্রহ বলেই বরাবর কৌতূহল তাকে ঘিরে। কিন্তু চাঁদের পৌঁছতে ঠিক কত সময় লাগে, যতটা সহজ ভাবছেন, তার চেয়ে ঢের বেশি জটিল এই হিসেব।
ছবি: পিক্সাবে।
1/12

পৃথিবী থেকে চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে ভারতের চন্দ্রযান-৩। ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হয়। চাঁদের বুকে পা রাখার কথা ২৩ অগাস্ট। নিরাপদে চাঁদের বুকে চন্দ্রযান-৩ মহাকাশযানকে অবতরণ করানোই লক্ষ্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র। তাই সাবধানী পদক্ষেপ করছে তারা।
2/12

কিন্তু এমনিতে পৃথিবী থেকে চাঁদে পৌঁছতে ঠিক কত সময় লাগে, তার উত্তর মোটেই সহজ নয়। পৃথিবীর কোন জাগা থেকে রকেটের উৎক্ষেপণ হচ্ছে, চাঁদের বুকে পা রাখাই লক্ষ্য, নাকি চারিদিকে চক্কর কেটে ফিরে আসা, কোন প্রযুক্তির ব্যবহার হচ্ছে, সবকিছুর উপর নির্ভর করে এই হিসেব।
Published at : 13 Aug 2023 08:18 AM (IST)
আরও দেখুন


















