এক্সপ্লোর
Science News: ভেবেছো দেখেছো কি...তারারা পরস্পরের থেকে কত দূরে! উত্তর দিচ্ছে বিজ্ঞান
Space Science: রাতের আকাশে মিটমিট করে। অজান্তেই নজর চলে যায়। পৃথিবী থেকে যা দেখায়, বাস্তব কতটা আলাদা, জানুন।
ছবি: পিক্সাবে।
1/11

ছোট্ট বয়সে হাতের দশ আঙুলে তারাগোনার চেষ্টা কম-বেশি আমরা সকলেই করেছি। কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞানীরাও তারার সঠিক সংখ্যা নির্ধারণ করতে পারেননি। কিন্তু দু’টি তারার মতো ঠিক কতখানি দূরত্ব, তা নির্ধারণ করা সম্ভব হয়েছে।
2/11

বিজ্ঞানীরা জানিয়েছেন, আকাশগঙ্গী ছায়াপথে দু’টি নক্ষত্রের মধ্যে দূরত্ব হয় মোটামুটি ৫ আলোক বর্ষ, অর্থাৎ ৪৭ লক্ষ কোটি কিলোমিটার। ন্যাশনাল রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরি এই পরিসংখ্যান জানিয়েছে। তবে এই সংখ্যা এক এক ক্ষেত্রে, এক এক রকম।
Published at : 20 Sep 2023 08:11 AM (IST)
আরও দেখুন


















