এক্সপ্লোর
Science News: চাঁদের মাটিতে গ্রানাইট শিলার সম্ভার! মাটি খুঁড়ে দেখতে অভিযান শীঘ্রই
Space Science: গ্রানাইট শিলা তৈরিতে জলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদের বুকে বিশালাকার গ্রানাইট শিলার উপস্থিতি তাই ভাবাচ্ছে বিজ্ঞানীদের।
ছবি: পিক্সাবে।
1/10

চাঁদের মেরু অঞ্চল বরফে ঢাকা বলে প্রমাণ মিলেছে ইতিমধ্যেই। তাই পৃথিবীর উপগ্রহের বুক চিরে কোনও কালে নদী প্রবাহিত হয়ে থাকতে পারে বলে অনুমান বিজ্ঞানীদের।
2/10

এমনকি চন্দ্রপৃষ্ঠে অবস্থিত 'ঝড়ের মহাসাগর' ওশিয়ানাস প্রোসেলারামের ছবিও সামনে এসেছে ইতিমধ্যেই। চাঁদের পশ্চিম প্রান্তে অবস্থিত ঘন কালো একটি অংশ সেটি, যা চন্দ্রপৃষ্ঠে হদিশ পাওয়া বৃহত্তম সমুদ্রের স্মৃতিচিহ্ন বলে দাবি বিজ্ঞানীদের।
Published at : 17 Aug 2023 04:26 PM (IST)
আরও দেখুন





















