এক্সপ্লোর
Saturn Rings: একটি বা দু’টি নয়, শনিকে ঘিরে সাত-সাতটি বলয়, কোথা থেকে এল, এতদিনে মিলল জবাব
Science News: শনিকে ঘিরে রয়েছে সাতটি বলয়। কোথা থেকে তার সৃষ্টি, এই প্রশ্ন আজকের নয়। অবশেষে সম্ভাব্য উত্তর পেলেন বিজ্ঞানীরা।
ছবি: পিক্সাবে।
1/10

একটি বা দু’টি নয়, শনিকে ঘিরে রয়েছে সাত-সাতটি বলয়। পরস্পরের গায়ে লেপ্টে নেই তারা, বরং মাঝে রয়েছে দূরত্বও। ওই সাত বলয়কে ঘিরে কৌতূহলের শেষ নেই। কোথা থেকে সেগুলির সৃষ্টি, তা নিয়ে গবেষণা চলছে বহু বছর ধরেই। এবার তার সম্ভাব্য উত্তর খুঁজে পেলেন বিজ্ঞানীরা।
2/10

সৌরজগতের সবচেয়ে আকর্ষণীয় গ্রহ হিসেবে ধরা হয় শনিকে। আবার শনিকে ঘিরেই সবচেয়ে ধন্দ রয়েছে। সাত-সাতটি বলয়, ২৪৫টি উপগ্রহ, হাজারো প্রশ্ন রয়েছে শনিকে ঘিরে। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণাপত্রে তার মধ্যে কিছু প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে।
Published at : 30 Sep 2023 07:25 PM (IST)
আরও দেখুন






















