এক্সপ্লোর
Advertisement

Axar-Neha Love Story: এ যেন বলিউডের গল্প, অক্ষর-মেহার 'প্রেমের কাহিনি' আপনাকেও অবাক করবে
Axar Patel: দু'জনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মেহার জন্মদিনে হাঁটু গেড়ে প্রপোজ করেছিলেন অক্ষর তাঁকে। ২০২৩ সালের ২৬ জানুয়ারি দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

অক্ষর পটেল ও মেহা পটেল
1/9

অক্ষর পটেল ভারতীয় দলের তারকা অলরাউন্ডার। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন।
2/9

অক্ষর পটেলের স্ত্রী মেহা পটেল। গত বছর ২৬ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। এবার প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন মেহা।
3/9

অক্ষর যেমন জনপ্রিয় ক্রিকেটার, তেমনই মেহা নিজেও একজন সফল ডায়েটিশিয়ান।
4/9

দু-জনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মেহার জন্মদিনে হাঁটু গেড়ে প্রপোজ করেছিলেন অক্ষর তাঁকে।
5/9

অক্ষর-মেহা দুজনেই নিজেদের একে অপরের সেরা বন্ধু ছিলেন। সেখান থেকেই দুজনে দুজনের প্রেমে পড়েন। মেহা অক্ষরের নামে ট্য়াটুও করেছিলেন।
6/9

সম্প্রতি নিজেদের পরিবারে নতুন সদস্য আসার বিষয়ে ইঙ্গিত দিয়েঠছিলেন অক্ষর। এক আবেগঘন ও মিষ্টি ভিডিওর মাধ্যমে অক্ষর জানান তিনি ও তাঁর স্ত্রী মেহা পটেলের জীবনে 'এক দারুণ খুশি' আসতে চলেছে।
7/9

ভিডিওতে দম্পতির জীবনে নতুন সদস্য আগমনের খুশিতে এক বিশেষ অনুষ্ঠানের না না মুহূর্ত ধরা পড়েছে।
8/9

কিছুদিন আগে দ্য গ্রেট কপিল শর্মা শােয় এসেছিলেন অক্ষর। সেখানেই তিনি হালকা খুনসুটির মেজাজেই আভাস দিয়েছিলেন যে সংসারে হয়ত নতুন অতিথি আসতে চলেছে।
9/9

মেহার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে যেখানে তিনি ঘন ঘন পুষ্টি, পুষ্টিকর পরিপূরক এবং স্বাস্থ্যকর খাবারের পোস্ট করে থাকেন।
Published at : 08 Oct 2024 03:47 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement
ট্রেন্ডিং
