এক্সপ্লোর
Hardik-Natasa: সার্বিয়ায় অগ্যস্তর জন্মদিন পালন নাতাশার, ছেলেকে কাছে না পেয়ে আবেগঘন পোস্ট হার্দিকের
Natasa Stankovic Celebrated Son Agastyas Birthday: ৩০ জুলাই অগ্যস্তর জন্মদিনের সেলিব্রেশনের বিভন্ন ছবি নাতাশা পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে কেক কাটছে ছোট্ট অগ্যস্ত।

সার্বিয়াতে অগ্যস্তর জন্মদিন পালন নাতাশার (ছবি ইনস্টাগ্রাম)
1/8

গত ৩০ জুলাই ছিল হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্ত্যাঙ্কোভিচের ছেলে অগ্যস্তর জন্মদিন। এই মুহূর্তে সার্বিয়াতে রয়েছেন তিনি।
2/8

হার্দিক ও নাতাশার বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। এরপরই এই মুহূর্তে ছেলে অগ্যস্তকে নিয়ে সার্বিয়ায় নিজের দেশে ফিরে গিয়েছেন নাতাশা।
3/8

৩০ জুলাই অগ্যস্তর জন্মদিনের সেলিব্রেশনের বিভন্ন ছবি নাতাশা পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে কেক কাটছে ছোট্ট অগ্যস্ত।
4/8

জন্মদিনের সেলিব্রেশনে উপস্থিত হয়েছিল অগ্যস্তর অনেক কচিকাঁচা বন্ধু-বান্ধবীও। তাদেরও দেখা যায় মজা করতে।
5/8

একটি পার্টিতে দুজনের আলাপ হয়। আর প্রথম দর্শনেই প্রেম। তারপর থেকে একাধিক পার্টিতে হার্দিক ও নাতাশাকে একত্রে দেখা গিয়েছে। হার্দিক নাতাশাকে বাড়ি নিয়ে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করিয়ে দেন। তারপরই ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন ভারতীয় অলরাউন্ডার।
6/8

তার কয়েকদিন পরেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দুজনে। নাতাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবরও প্রকাশ্যে আনেন। হার্দিক-নাতাশার একমাত্র পুত্রসন্তান অগস্ত্য। যদিও চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ইনস্টাগ্রাম নিজেদের ডিভোর্সের খবর জানান হার্দিক।
7/8

অগ্যস্তর জন্মদিনে তাঁর সঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও পোস্ট করে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক। নিজের পোস্টে আবেগঘন বক্তব্যও রেখেছেন তারকা অলরাউন্ডার।
8/8

হার্দিক ক্যাপশনে লিখেছেন, ''তুমি আমাকে প্রতি মুহূর্তে এগিয়ে যাওয়ার সাহস দিচ্ছ। আমার হৃদয়, আমার আগু। হ্যাপি বার্থ ডে।''
Published at : 01 Aug 2024 07:28 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
