এক্সপ্লোর
IND vs BAN: জয়ের থেকে ড্রয়ের সংখ্যাই বেশি, গ্রিনপার্ক কি আদৌ পয়মন্ত রোহিতদের জন্য?
IND vs BAN, 2nd Test: ১৯৮৬ সালে গ্রিনপার্কে ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে বোর্ডে তুলেছিল ৬৭৬/৭। যা এখনও পর্যন্ত দলগত সর্বাধিক এই মাঠে।

ভারত বনাম বাংলাদেশ (ছবি পিটিআই)
1/10

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ২৮০ রানের বিশাল ব্যবধানে নাজমুল হোসেন শান্তর দলকে হারিয়ে দিয়েছিল রোহিত শর্মা অ্যান্ড কোং।
2/10

দ্বিতীয় টেস্টে কানপুরে খেলতে নামবে ২ দল। এখনও পর্যন্ত এই মাঠে রোহিতদের রেকর্ড কিন্তু একেবারেই ঈর্ষণীয় নয়। এক নজরে দেখে নেওয়া যাক গ্রিন পার্কে রোহিত, বিরাটদের রেকর্ড।
3/10

গ্রিনপার্কে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত ২৩টি টেস্ট খেলেছে। জয় পেয়েছে মাত্র ৭ টেস্টে। ৩ টেস্টে হার ও ১৩ টেস্টে ড্র করেছে ভারতীয় ক্রিকেট দল।
4/10

১৯৮৬ সালে গ্রিনপার্কে ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে বোর্ডে তুলেছিল ৬৭৬/৭। যা এখনও পর্যন্ত দলগত সর্বাধিক এই মাঠে। গাওস্কর, আজহারউদ্দিন ও কপিল দেব সেঞ্চুরি করেছিলেন সেই ম্য়াচে।
5/10

ওয়েস্ট ইন্ডিজের ফাউড বাচুস ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক এই মাঠে। তিনি ২৫০ রান করেছিলেন ১৯৭৯ সালে। সেই ম্য়াচ যদিও ড্র হয়েছিল।
6/10

সেরা বোলিং ফিগার কানপুর গ্রিনপার্কে ভারতের যশুভাই পটেলের ঝুলিতে। ১৯৫৯ সালে ৬৯ রানের বিনিময়ে একাই ৯ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
7/10

ভারতের হয়ে কানপুরের গ্রিনপার্কে সর্বাধিক রান টেস্টে করেছেন গুন্ডাপ্পা বিশ্বনাথ। তিনি মোট ৭ ম্য়াচে ৭৭৬ রান করেছিলেন।
8/10

কপিল দেবের ঝুলিতে রয়েছে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট। তিনি ৭ ম্য়াচে মোট ২৫ উইকেট নিয়েছেন।
9/10

বর্তমান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর তাঁর দীর্ঘদিনের ওপেনিং পার্টনার বীরেন্দ্র সহবাগকে নিয়ে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পার্টনারশিপে ২৩৩ রান যোগ করেছিলেন। যা সর্বাধিক রানের পার্টনারশিপ। গম্ভীর ১৬৭ ও সহবাগ ১৩১ রান করেছিলেন।
10/10

গ্রিনপার্কে সর্বাধিক সেঞ্চুরির মালিক ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনি গ্রিনপার্কে মোট ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন
Published at : 23 Sep 2024 06:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
