এক্সপ্লোর
IND vs BAN: ভারতকে হারালেই বাংলাদেশ ক্রিকেটারদের ডিনার ডেটের প্রস্তাব, কে এই ভাইরাল পাকিস্তানি অভিনেত্রী?
IND vs BAN: পুণের এমসিএ স্টেডিয়ামে ১৯ অক্টোবর বাংলাদেশের মুখোমুখি হয়েছে ভারতীয় দল।

বাংলাদেশের জয় কামনা করে ভাইরাল পাক অভিনেত্রী (ছবি: শেহরের এক্স)
1/9

পুণের এমসিএ স্টেডিয়ামে বিশ্বকাপের ১৭ নম্বর ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। একদিকে ভারতীয় দল যেখানে ম্যাচ জিতে সেমিফাইনালের দিকে আরও একধাপ এগোতে আগ্রহী। সেখানে বাংলাদেশ ম্যাচ জিতে জয়ের সরণিতে ফিরতে বদ্ধপরিকর।
2/9

এই ম্যাচ জিতলেই বাংলাদেশ ক্রিকেটারদের জন্য আগেভাগেই বিশেষ প্রস্তাব দিয়ে রেখেছেন এক পাকিস্তানি নায়িকা।
3/9

শেহের শিনওয়ারি নামক ওই নায়িকা বাংলাদেশ ভারতকে হারালে, বাংলাদেশিদের সঙ্গে ঢাকায় ডিনারে মাছ খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
4/9

তাঁর দেশ পাকিস্তান ভারতকে হারাতে পারেনি। তাই পাকিস্তানের হয়ে ভারতকে হারিয়ে বাংলাদেশ বদলা নেবে আশাবাদী শেহের।
5/9

তাঁর এই প্রস্তাব ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু প্রশ্ন হল তিনি আসলে ঠিক কে?
6/9

তার বিষয়ে অন্তত ভারতীয় জনগণ তেমন কিছুই জানেন না। শেহের পেশায় নায়িকা। পাশাপাশি তিনি একজন সমাজকর্মীও বটে।
7/9

শেহেরের একটি ইউটিউব চ্যানেলও আছে যেখান তিনি প্রায়সই না না ভিডিও এবং ভলগ আপলোড করেন।
8/9

তিনি 'সেয়ের সাওয়া সেয়ের', 'খুবুনা না মেরি' নামক সিরিয়ালগুলিতে অভিনয় করেছেন।
9/9

এক্সে ১ লক্ষ ৪৫ হাজার ও ইনস্টাগ্রামে ৩৩ হাজার ফলোয়ার প্রমাণ করে দেন মেহের কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়ই।
Published at : 19 Oct 2023 04:31 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
