এক্সপ্লোর
Wimbledon 2023: আগামীকাল থেকে শুরু ঐতিহ্যের উইম্বলডন, নজরে থাকবেন যে তারকা প্লেয়াররা
Wimbledon 2023 Top Contender: খেতাব জয়ের অন্যতম দাবিদার নোভাক জকোভিচ থাকছেন তালিকায়। কিছুদিন আগেই ফরাসি ওপেন জিতে সর্বাধিক ২৩ গ্র্যান্ডস্লামের মালিক হয়েছেন।

আগামীকাল থেকে শুরু উইম্বলডন
1/8

বিশ্বের ১ নম্বর টেনিস প্লেয়ার এই মুহূর্তে। স্পেনের কার্লোস আলকারাজের নাম অবশ্যই তালিকায় সবার ওপরে থাকবে।
2/8

২০২২ সালে ইউএস ওপেন জিতেছিলেন আলকারাজ। পাওয়ারফুল ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ডে এই বয়সেই চমকে দিয়েছেন টেনিস বিশ্বকে।
3/8

খেতাব জয়ের অন্যতম দাবিদার নোভাক জকোভিচ থাকছেন তালিকায়। কিছুদিন আগেই ফরাসি ওপেন জিতে সর্বাধিক ২৩ গ্র্যান্ডস্লামের মালিক হয়েছেন।
4/8

এখনও পর্যন্ত সাতবার উইম্বলডন জয়ের নজির রয়েছে জোকারের। সংখ্যাটা আরও বাড়িয়ে নিতে চাইবেন তিনি।
5/8

মহিলাদের সিঙ্গলসে ইলিনা রিবাকিনার দিকে নজর থাকবে। ২০২২ সালের উইম্বলডনজয়ী এই মুহূর্তে বিশ্বের ৩ নম্বর মহিলা টেনিস তারকা।
6/8

এরিনা সাবালেঙ্কা চলতি বছরেই অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতেছেন। উইম্বলডনেও তাঁর দিকে নজর থাকবে। বেলারুশিয়ান মাদ্রিদ ওপেন ও অ্যাডিলেড ইন্টারন্যাশনাল জিতেছেন।
7/8

বিশ্বের অন্যতম সেরা তরুণ টেনিস প্লেয়ার এই মুহূর্তে জ্যানিক সিনার।
8/8

মহিলাদের টেনিসে বিশ্বের ১ নম্বর ইগা সোয়াটেক এবারের উইম্বলডনে জ্বলে উঠতে চাইবেন। ৩ বারের ফরাসি ওপেন জয় ও ১ বারের ইউ এস ওপেন জয়ী ইগা।
Published at : 02 Jul 2023 05:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
আইপিএল
খবর
Advertisement
ট্রেন্ডিং
