এক্সপ্লোর
ODI World Cup: ৫ বছর আগের প্রতিশোধ! এবার ওয়েস্ট ইন্ডিজের স্বপ্ন গুঁড়িয়ে দিল স্কটল্যান্ড
West Indies: ৪৩.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় স্কটল্যান্ড। মাত্র ৩ উইকেট হারিয়ে।

WI vs Scotland
1/10

৫ বছর আগে এই হারারেতেই আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত আর বৃষ্টিতে কপাল পুড়েছিল স্কটল্যান্ডের।
2/10

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের মূল পর্বে ওঠার দৌড় থেকে ছিটকে গিয়েছিল স্কটল্যান্ড। শনিবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গিয়ে যেন মধুর প্রতিশোধ নিলেন স্কটিশরা।
3/10

একটা সময় বিশ্বক্রিকেটকে শাসন করত। ওয়ান ডে ক্রিকেটে দু-দুবারের বিশ্বচ্যাম্পিয়ন। রয়েছে টি-টোয়েন্টি বিশ্বট্রফিও।
4/10

সেই ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ভারতের মাটিতে আয়োজিত ওয়ান ডে বিশ্বকাপের (ICC ODI World Cup) জন্য যোগ্যতা অর্জনই করতে পারল না।
5/10

যোগ্যতা অর্জনকারী পর্বের সুপার সিক্সে যেখানে তিনটি ম্যাচ জিততেই হতো ওয়েস্ট ইন্ডিজকে, সেখানে ক্রিকেটবিশ্বে সেভাবে কুলীন পরিচয় না পাওয়া স্কটল্যান্ডের (WI vs Scotland) কাছে ৭ উইকেটে হেরে বসল তারা।
6/10

ফলে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিশ্বকাপের মূল পর্বে ওঠা কার্যত নিশ্চিত হয়ে গেল। ছিটকে গেলেন জেসন হোল্ডার-শিমরন হেটমায়াররা।
7/10

শনিবার হারারেতে টস জিতে প্রথম ফিল্ডিং নিয়েছিলেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। অনেকে ভেবেছিলেন, এতে ওয়েস্ট ইন্ডিজের সুবিধাই হল। কারণ, দ্রুত এবং বড় স্কোর তুলে রান রেট বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল শাই হোপদের সামনে। যা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথে তাঁদের কাছে বাড়তি অক্সিজেন হতে পারত।
8/10

কিন্তু হল হিতে বিপরীত। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়। ৪৩.৫ ওভারে মাত্র ১৮১ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। একমাত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন জেসন হোল্ডার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সুপার ওভারে ৩০ রান খরচ করায় যাঁকে কাঠগড়ায় তোলা হয়েছিল। ক্যারিবিয়ান অলরাউন্ডার এদিন ৪৫ রান করেন। তিনিই ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ স্কোরার।
9/10

৩৬ রান করেন রোমারিও শেফার্ড। স্কটল্যান্ডের বোলারদের মধ্যে ব্রেন্ডন ম্যাকমালেন ৩ উইকেট নেন। ২টি করে উইকেট ক্রিস সোল, মার্ক ওয়াট ও ক্রিস গ্রিভসের।
10/10

রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রাইডকে হারান স্কটিশরা। জেসন হোল্ডার তুলে নেন তাঁকে। কিন্তু এরপরই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন ম্যাথু ক্রস ও ব্রেন্ডন ম্যাকমালেন। ক্রস ৭৪ রানে অপরাজিত ছিলেন। ৬৯ রান করেন ম্যাকমালেন। ৪৩.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় স্কটল্যান্ড। মাত্র ৩ উইকেট হারিয়ে। ছবি - আইসিসি, ক্রিকেট স্কটল্যান্ড
Published at : 01 Jul 2023 09:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
