এক্সপ্লোর
GT vs RCB: ভাঙল গেলের কীর্তি, জ্যাকস-কোহলির দাপটের রাতে রেকর্ডের বন্যা
IPL 2024: মাত্র ৪১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেললেন জ্যাকস। কোহলি ৪৪ বলে ৭০ রানে অপরাজিত রইলেন। ১৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ আরসিবির।

কোহলি-জ্যাকস যুগলবন্দি। - পিটিআই
1/10

আইপিএলে গুজরাত টাইটান্সকে ৯ উইকেটে হারিয়ে দিল ফাফ ডুপ্লেসি-বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টানা দুই ম্যাচে জিতল আরসিবি।
2/10

ঘরের মাঠে প্রথমে ব্যাট করে গুজরাত টাইটান্স তুলেছিল ২০০/৩। জবাবে ১৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ আরসিবির।
3/10

১২ বলে ২৪ রান করে ডুপ্লেসি ফিরলেও ৪১ বলে অপরাজিত সেঞ্চুরি উইল জ্যাকসের। ৪৪ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন কোহলি।
4/10

এই ম্যাচে একাধিক রেকর্ড হল। ২৪ বল বাকি থাকতে ম্যাচ জিতল আরসিবি। দুশোর বেশি রান তাড়া করে এটাই সবচেয়ে বেশি বল বাকি থাকতে জয় কোনও দলের।
5/10

গুজরাত টাইটান্সের লেগস্পিনার রশিদ খানের এক ওভারে উঠল ২৯ রান। জ্যাকস নিলেন ২৮, কোহলি ১। আইপিএলে এটাই রশিদ খানের সবচেয়ে ব্যয়বহুল ওভার।
6/10

৫০ থেকে একশো রানে পৌঁছতে মাত্র ১০ বল নিলেন জ্যাকস। এটাই আইপিএলে সবচেয়ে কম বলে ৫০ থেকে ১০০-য় পৌঁছনোর নজির। ভেঙে গেল ক্রিস গেলের ১৩ বলে ৫০ থেকে সেঞ্চুরি করার কীর্তি।
7/10

আইপিএলের ইতিহাসে পঞ্চম দ্রুততম সেঞ্চুরি জ্যাকসের। ২০১৩ সালে ৩০ বলে গেলের করা সেঞ্চুরি দ্রুততম।
8/10

আরসিবির এটা দ্বিতীয় বৃহত্তম রান তাড়া করে জয়। ২০১০ সালে ঘরের মাঠে পাঞ্জাব কিংসের ২০৪ রান তাড়া করে জিতেছিল আরসিবি।
9/10

নিজের ইনিংসের শেষ ২৪ বলে ৮৩ রান করেন জ্যাকস।
10/10

কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেটে ৭৪ বলে ১৬৬ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ গড়ে তোলেন জ্যাকস। ছবি - পিটিআই
Published at : 28 Apr 2024 08:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
