এক্সপ্লোর
New Moons of Jupiter: সন্ধান মিলল আরও এক ডজন নয়া উপগ্রহের, সিংহাসনচ্যূত শনি, মহাশূন্যে রাজপাট বৃহস্পতিরই
Solar System: উপগ্রহের সংখ্যার নিরিখে এতদিন এগিয়ে ছিল শনি। এ বার তাকে মাত দিল বৃহস্পতি। মহাশূন্যে একচ্ছত্র আধিপত্য তার।
ছবি: পিক্সাবে।
1/10

আড়ে বহরে এমনিতেই সকলের চেয়ে এগিয়েছিল। সৌরজগতে আরও ‘হেভিওয়েট’ হয়ে উঠল বৃহস্পতি। তাকে প্রদক্ষিণ করে চলা আরও ১২টি নতুন উপগ্রহের হদিশ মিলল।
2/10

আগাগোড়াই সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। সবচেয়ে প্রাচীন বলেও ধরা হয় সেটিকে। মহাশূন্যে যত গ্রহ রয়েছে, তাদের সম্মিলিত ভরের তুলনায় বৃহস্পতির ভর আড়াই গুণ বেশি।
Published at : 08 Feb 2023 03:11 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো


















