ISRO: মঙ্গলে কি নতুন মঙ্গল সংবাদ চন্দ্রযান ৩-এর?
Chandrayaan 3: চন্দ্রযান ৩-এর যাবতীয় গতিবিধি বেঁধে দেওয়া ছকে চলছে কিনা তার উপর নজর রয়েছে বিজ্ঞানীদের।
নয়াদিল্লি: ১৪ জুলাই উৎক্ষেপণ সফলভাবে হয়েছে। পৃথিবীর কক্ষপথে পৌঁছেও গিয়েছে চন্দ্রযান ৩। তবে এখন এই অভিযানের সবে শুরু। চন্দ্রযান ৩-এর যাবতীয় গতিবিধি বেঁধে দেওয়া ছকে চলছে কিনা তার উপর নজর রয়েছে বিজ্ঞানীদের।
চন্দ্রযান ৩ কীভাবে চাঁদে পৌঁছবে তার একটি বিস্তারিত বর্ণনা আগেই দিয়েছিল ISRO. তাতে বলা হয়েছিল, পৃথিবীর মাটি থেকে উৎক্ষেপণের পরেই প্রথমে পৃথিবীর চারপাশে পাক খাবে চন্দ্রযান। মোট ৫ বার পৃথিবীকে পরিক্রমা করবে এটি। তারপর নির্দিষ্ট অবস্থানে এসে চাঁদের দিকে গতিপথ নির্দিষ্ট করবে, এটিই Lunar Transfer Trajectory। তারপর গতি আরও বাড়িয়ে চাঁদের দিকে যাত্রা শুরু করবে। অঙ্ক মেনে চাঁদের কক্ষপথে ঢুকবে। সেখানেও দ্রুত চাঁদে অবতরণ করবে না। নির্দিষ্ট গতিপথ মেনে চাঁদের চারপাশে ৪ বার পাক খাবে চন্দ্রযান ৩। তারপরে 100 km Circular Lunar Orbit-এ এসে প্রোপালশান মডেল থেকে ল্যান্ডার ও রোভার আলাদা হয়ে যাবে। তারপরেই সফট ল্যান্ডিংয়ের প্রক্রিয়া শুরু হবে।
তাহলে এখন চন্দ্রযান ৩ কোথায় রয়েছে? ISRO জানাচ্ছে, পৃথিবীকে এখন পাক খাচ্ছে বা পরিক্রমা করছে চন্দ্রযান ৩। আপাতত গোটা অভিযান পূর্বনির্ধারিত ভাবে চলছে। মহাকাশযানের অবস্থাও ভাল রয়েছে। এখন চন্দ্রযান ৩-কে ধাপে ধাপে কক্ষপথ পরিবর্তন করানোর কাজ (orbit-raising manoeuvre) চলছে। অর্থাৎ পৃথিবী থেকে ধাপে ধাপে একটু একটু দূরত্ব বাড়াবে চন্দ্রযান ৩।
১৫ জুলাই ISRO থেকে ট্যুইট করা হয়েছিল যে প্রথম অরবিট রেইজিং ম্যানুভার (first orbit-raising maneuver) সফল হয়েছে। তারপর ১৭ জুলাই ট্যুইট করা হয়েছে যে দ্বিতীয় অরবিট রেইজিং ম্যানুভার (second orbit-raising maneuver) সফল হয়েছে। এরপর আগামীকাল পরবর্তী ফায়ারিং হবে। ভারতীয় সময়ে দুপুর ২টো থেকে ৩টের মধ্য়ে হবে সেটি। অর্থাৎ সেটি হবে তৃতীয় অরবিট রেইজিং ম্যানুভার।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) July 17, 2023
The second orbit-raising maneuver (Earth-bound apogee firing) is performed successfully.
The spacecraft is now in 41603 km x 226 km orbit.
The next firing is planned for tomorrow between 2 and 3 pm IST.
ভারতের মহাকাশ গবেষণা ক্ষেত্রে অন্যতম মাইলস্টোন চন্দ্রযান ৩। চন্দ্রযান ৩ প্রায় তার আগের ভার্সান অর্থাৎ চন্দ্রযান ২- এর মতোই। তবে চন্দ্রযান ২- এর সময় অর্থাৎ ভারতের দ্বিতীয় চন্দ্র অভিযানের সময় মহাকাশযানে ছিল একটি অরবিটার। কিন্তু চন্দ্রযান ৩- এর ক্ষেত্রে এই অরবিটার নেই। ২০১৯ সালের ২২ জুলাই লঞ্চ হয়েছিল চন্দ্রযান ২। তার প্রায় চার বছরের মাথায় এবার উৎক্ষেপণ হল চন্দ্রযান ৩। ISRO-এর এই অভিযানে ৬১৫ কোটি টাকা খরচ হচ্ছে। চন্দ্রযান ২ এর তুলনায় অনেকটাই কম খরচ হয়েছে। আগের অভিযানে খরচ হয়েছিল ৯৬০ কোটি টাকা।
আরও পড়ুন: উড়ছে চন্দ্রযান ৩! মাঝ আকাশ থেকে ক্যামেরাবন্দি 'ঐতিহাসিক মুহূর্ত'