Shakib Al Hasan: হল না স্বপ্নপূরণ, দেশে না ফেরা শাকিবকে দল থেকে বাদই দিয়ে দিল বাংলাদেশ
Bangladesh vs S Africa: মীরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে সেই ম্যাচের দলে আগে শাকিবকে রাখা হয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই দল থেকে শাকিবকে বাদ দেওয়া হয়েছে।
মীরপুর: স্বপ্নপূরণ হচ্ছে না শাকিব আল হাসানের (Shakib Al Hasan)। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলে অবসর নিতে চেয়েছিলেন। কিন্তু তাঁর নিরাপত্তার আশ্বাস দিতে পারেনি বাংলাদেশ। দেশজুড়ে চলা শাকিব বিরোধী কর্মসূচির মাঝে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের পূর্বঘোষিত দল পাল্টে ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শাকিবকে বাদ দেওয়া হল দল থেকে। তাঁর পরিবর্তে তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে নেওয়ার কথা ঘোষণা করেছে বিসিবি।
২১ অক্টোবর শুরু হবে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ। মীরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে সেই ম্যাচের দলে আগে শাকিবকে রাখা হয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই দল থেকে শাকিবকে বাদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুবাই থেকে ঢাকায় যাননি শাকিব। নিরাপত্তার কারণেই তিনি দেশে ফেরার বিমান ধরেননি। বাংলাদেশের ক্রীড়া ও যুবমন্ত্রকের উপদেষ্টা আসিফ মামুদ জানিয়েছিলেন, তিনি শাকিবকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছিলেন।
পরে একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রশ্নে হোয়াটসঅ্যাপে শাকিব লেখেন, 'আমি নিশ্চিত নই এরপর কোথায় যাচ্ছি। তবে এটা নিশ্চিত যে, দেশে ফিরছি না।'
বাংলাদেশে পালাবদলের পর দেশে ফেরার জন্য অধুনা ক্ষমতাচ্যুত আওয়ামি লিগের সাংসদ শাকিব নিরাপত্তার আশ্বাস চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। সেই আশ্বাস তিনি পাননি। বরং দেশজুড়ে শাকিবের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি দিয়ে দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন শাকিব। তাতে অবশ্য ছবিটা বদলায়নি। পরিস্থিতি এমনই অশান্ত হয়ে উঠেছে যে, মীরপুরে শেষ টেস্ট ম্যাচ খেলার পরিকল্পনা বাতিলই করতে হল বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের।
The South Africa team starts practice at SBNCS, Mirpur, ahead of the 1st Test against Bangladesh.#BCB #Cricket #BDCricket #Bangladesh #BANvSA pic.twitter.com/OxXhjsqvNq
— Bangladesh Cricket (@BCBtigers) October 17, 2024
বাংলাদেশের পরিবর্তিত দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোমিনুল হক শোহরাব, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটকিপার), জাকের আলি অনীক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নঈম হাসান, তাস্কিন আমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
আরও পড়ুন: আইপিএল নিলামে দিল্লির টেবিলে থাকছেন সৌরভ, ২০২৭ সালে ফিরবেন ডিরেক্টর পদে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।