(Source: ECI/ABP News/ABP Majha)
Sri Lanka Cricket: ক্রিকেট বোর্ডের কার্যকলাপে সরকারের হস্তক্ষেপ, শ্রীলঙ্কা থেকে সরল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
ICC: শ্রীলঙ্কার বদলে রামধনুর দেশ দক্ষিণ আফ্রিকায় পরের বছরের আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজিত হবে।
দুবাই: ক্রিকেটে সরকারের হস্তক্ষেপের জন্য দিন কয়েক আগেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে (Sri Lankan Cricket Board) নির্বাসিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। সোমবার, ২০ নভেম্বর আইসিসির তরফে আয়োজিত এক বৈঠকে শ্রীলঙ্কা ক্রিকেটকে ঘিরে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়।
আইসিসির বৈঠকে শ্রীলঙ্কান ক্রিকেটের প্রতিনিধিদের দিকটা শোনার পর আইসিসি সিদ্ধান্ত নেওয়া হয় যে শ্রীলঙ্কান দলগুলি আন্তর্জাতিক মঞ্চে দ্বিপাক্ষিক সিরিজ খেলার পাশাপাশি আইসিসির বিভিন্ন টুর্নামেন্টেও অংশগ্রহণ করতে পারবে। পরের বছর আইসিসির অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজন হওয়ার কথা ছিল দ্বীপরাষ্ট্রে। তবে ২০২৪ সালে এই টুর্নামেন্টটি আর শ্রীলঙ্কায় আয়োজিত হবে না। পরিবর্তে সেটি দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানানো হয়। শ্রীলঙ্কান দলের বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর সেই দেশের সরকার ক্রিকেট বোর্ডের কার্যকলাপে হস্তক্ষেপ করার ফলেই আইসিসি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে নির্বাসিত করে।
আইসিসির কার্যনির্বাহী কমিটির তরফে এই বৈঠকেই পুরুষদের ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে স্টপ ক্লক ব্যবহারের সিদ্ধান্তও নেওয়া হয়। চলতি বছরের ডিসেম্বর মাস থেকে পরের বছরের এপ্রিল মাস পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই স্টপ ক্লকটির ব্যবহার করা হবে। দুই ওভারের মধ্যে ঠিক কতটা সময় লাগে সেইটা পরিমাপ করার জন্য এই ক্লকটি ব্যবহার করা হবে। এক মিনিটের মধ্যে যদি কোনও দল পরের ওভার শুরু করতে না পারে এবং এইটা যদি পরপর তিনবার হয়, তবে পাঁচ রানের পেনাল্টি দেওয়া হবে।
Equal match-day pay and neutral umpires in ICC Women's Championship among reforms made in ICC Board meeting.
— ICC (@ICC) November 21, 2023
Details 👇https://t.co/n5pc8qqDu0
এছাড়াও আইসিসির সিইওর তরফে এক পরিকল্পনা পেশ করা হয়েছে যেখানে ম্যাচে মহিলা অফিসিয়াল নিয়োগ করার পদ্ধতিকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও পুরুষ ও মহিলা ক্রিকেট ম্যাচে দায়িত্বে থাকা আম্পায়ারদের সমান বেতন দেওয়ার পাশাপাশি ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের প্রতিটি সিরিজ়ে অন্তত একটি নিরপেক্ষ আম্পায়ার নিয়োগ করার বিষয়েও আলোচনা করা হয়েছে। পিচ এবং আউটফিল্ড পর্যবেক্ষণের ভিন্ন পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্তেও সহমতি দেওয়া হয় এই বৈঠকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের