![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Fifa World Cup 2022: মেসিদের সঙ্গে ফাইনালের আগে অজানা রোগে আতঙ্ক ফরাসি শিবিরে
Argentina vs France: মরক্কোর বিরুদ্ধে ম্যাচে ফরাসি ফুটবলার আদ্রিয়াঁ হাবিয়ো হোটেলেই ছিলেন। মাঠে আসেননি। পরে দাইয়ো উপামেকানো পরিবর্ত হিসাবে বেঞ্চে ছিলেন। জানা গিয়েছে, দুজনরই জ্বর ও সংক্রমণ হয়েছে।
![Fifa World Cup 2022: মেসিদের সঙ্গে ফাইনালের আগে অজানা রোগে আতঙ্ক ফরাসি শিবিরে Fifa World Cup 2022: fear of unknown disease in France team ahead of their final against Argentina Fifa World Cup 2022: মেসিদের সঙ্গে ফাইনালের আগে অজানা রোগে আতঙ্ক ফরাসি শিবিরে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/15/1668238818c553db226f720fb796a984167112520818250_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দোহা: বিশ্বকাপের ফাইনালের (FIFA World Cup) আগে কি ফরাসি শিবিরে অজানা রোগের হানা?
ফ্রান্সের সমর্থকদের উদ্বেগ বাড়িয়ে এমনই তথ্য উঠে আসছে। জানা গিয়েছে, মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ফরাসি ফুটবলার আদ্রিয়াঁ হাবিয়ো হোটেলেই ছিলেন। মাঠে আসেননি। পরে দাইয়ো উপামেকানো পরিবর্ত হিসাবে বেঞ্চে ছিলেন। জানা গিয়েছে, দুজনরই জ্বর ও সংক্রমণ হয়েছে। হাবিয়োকে হোটেলে থাকতে বলা হয়েছিল। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, হাবিয়োর উপসর্গগুলো বেশ অদ্ভুত। যে কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় কোনও ঝুঁকি নিচ্ছে না ফরাসি শিবির।
রবিবার লুসেইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনার মুখোমুখি হবে ফ্রান্স। ফরাসি শিবির থেকে অবশ্য সংক্রমণের বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। মরক্কোকে ২-০ গোলে হারানোর পর ফরাসি ফুটবলার জুল কুন্দে-কে প্রশ্ন করা হয়েছিল, টিমহোটেলে কি কোনও সংক্রমণ ছড়িয়েছে? তিনি বলেন, 'না, না, না। ওরা ভাল আছে।'
ফরাসি কোচ দিদিয়ে দেশঁ বলেছেন, 'আমরা সংক্রমণের জন্য একটু বেশিই সংবেদনশীল। তাপমাত্রা কমেছে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র সারাক্ষণ চলছে। ওদের একটু জ্বরের মতো হয়েছে। আমরা সতর্ক রয়েছি। সবরকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সংক্রমণ সব সময়ই ছড়িয়ে পড়তে পারে। যাতে বাকি ফুটবলাররা দাইয়ো ও হাবিয়োর সংস্পর্শে না আসে, সেটা দেখা হচ্ছে।'
ফিফা দুই ফাইনালিস্ট দলকে কোভিড পরীক্ষা করানোর কথা বলেনি। তবে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে পরস্পরবিরোধী মন্তব্যে। থিও হার্নান্দেজ বলেছেন, 'সব কিছু একই রয়েছে।' আবার চুয়ামেনি বলেছেন, 'আমরা আগের চেয়েও বেশি সতর্ক। হাইড্রোঅ্যালকোহলিক জেল ও ট্যাবলেটের পরিমাণ বাড়ানো হয়েছে। আমরা চাই দলের সকলে ফাইনালের আগে সুস্থ থাকুক।'
View this post on Instagram
শোনা যাচ্ছে, ফ্রান্স দলের আরও কয়েকজনেরও সংক্রমণের উপসর্গ রয়েছে।
আরও পড়ুন: ফাইনালে মেসির আর্জেন্তিনার মুখোমুখি ফ্রান্স, সতীর্থদের আগাম সতর্কবার্তা দিলেন গ্রিজম্যান
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)