Spain vs France: ফ্রান্সের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন, ৪ মিনিটে ২ গোল করে ইউরো ফাইনালে স্পেন
Euro Cup 2024: বিশ্বকাপের পর ইউরো কাপ থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে দিদিয়ে দেশঁর প্রশিক্ষণাধীন দলকে। ২-১ গোলে ফ্রান্সকে হারিয়ে ইউরো কাপের ফাইনালে পৌঁছে গেল স্পেন।
![Spain vs France: ফ্রান্সের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন, ৪ মিনিটে ২ গোল করে ইউরো ফাইনালে স্পেন Euro Cup 2024 Spain won against France to enter the final Lamine Yamal scores brilliant goal Spain vs France: ফ্রান্সের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন, ৪ মিনিটে ২ গোল করে ইউরো ফাইনালে স্পেন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/10/c595fff5b3e571468f93ba682bf60c7a172055888138950_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মিউনিখ: ফুটবল বিশেষজ্ঞরা অনেকে বলে থাকেন, বড় দুই দলের খেলা মানেই কৌশলের টক্করে লড়াইয়ের মেজাজটাই হারিয়ে যায় যেন। ব্যক্তিগত দক্ষতার ঝলকানি কম, বরং ম্যাচ যেন হয়ে ওঠে স্ট্র্যাটেজির যুদ্ধ।
যদিও ইউরো কাপে (Euro Cup 2024) স্পেন এমন ফুটবল খেলছে যে, ফুল ফুটছে মাঠে। স্পেন বনাম জার্মানি কোয়ার্টার ফাইনাল ম্যাচকে অনেকে এবারের ইউরোর সেরা ম্যাচ বলছিলেন। স্পেন বনাম ফ্রান্স (Spain vs France) সেমিফাইনাল উত্তেজনায় আর রুদ্ধশ্বাস লড়াইয়ের মেজাজে সেই ম্যাচকেও ছাপিয়ে গেল। প্রথমে গোল করে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না ফরাসি দলের। মাত্র ৪ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে এগিয়ে গেল স্পেন। বাকি ম্যাচে বহু চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারেননি কিলিয়ান এমবাপেরা। বিশ্বকাপের পর ইউরো কাপ থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে দিদিয়ে দেশঁর প্রশিক্ষণাধীন দলকে। ২-১ গোলে ফ্রান্সকে হারিয়ে ইউরো কাপের ফাইনালে পৌঁছে গেল স্পেন। ফাইনালে আলভারো মোরাতাদের লড়াই নেদারল্যান্ডস বনাম ইংল্যান্ড ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে।
কিক অফের পর মাত্র ৮ মিনিটের মাথায় গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়েছিলেন কোলো মুয়ানি। এমবাপে এদিন মাস্ক ছাড়াই মাঠে নেমেছিলেন। তাঁর নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন কোলো মুয়ানি।
তবে ১৩ মিনিটের বেশি লিড ধরে রাখতে পারেনি ফ্রান্স। ম্যাচের ২১ মিনিটে একক দক্ষতায় দুরন্ত গোল করে সমতা ফেরান লামিন ইয়ামাল। যিনি ইউরো কাপের ইতিহাসে কনিষ্ঠতম ফুটবলার হিসাবে খেলছেন। ফ্রান্স বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করেন। ইউরো কাপের ইতিহাসে কনিষ্ঠতম ফুটবলার হিসাবে গোল পেলেন তিনি। শনিবার ১৭ বছর পূর্ণ করবেন ইয়ামাল। তার আগে যেন জন্মদিনের আগাম উপহার।
Yamal is special 💎@Vivo_GLOBAL | #EUROPOTM pic.twitter.com/bE5u7cwlm9
— UEFA EURO 2024 (@EURO2024) July 9, 2024
তার ৪ মিনিটের মধ্যে ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোল দানি অলমোর। ২-১ এগিয়ে যায় স্পেন। গোটা ম্যাচে আর সেই গোল পরিশোধ করতে পারেনি ফ্রান্স। ২০১২ সালের পর ফের একবার ইউরোর নক আউট পর্বে স্পেনের কাচে হারতে হল ফ্রান্সকে।
আরও পড়ুন: জল্পনাই সত্যি হল, ভারতীয় দলের নতুন কোচ হলেন গৌতম গম্ভীর
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)