Real Madrid vs Barcelona: নায়ক বেলিংহ্যাম, ৯১ মিনিটের গোলে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারাল রিয়াল মাদ্রিদ
El Clasico: এল ক্লাসিকো জিতে খেতাব জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা বার্সার থেকে আপাতত ১১ পয়েন্ট এগিয়ে রিয়াল।
মাদ্রিদ: বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ (Real Madrid vs Barcelona) মানেই হাড্ডাহাড্ডি লড়াই, দুরন্ত গোল, বিতর্ক এবং মনোরঞ্জন। সপ্তাহান্তে গোটা বিশ্ব স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে এই সবকিছুরই সাক্ষী থাকল। টানটান ম্যাচে বার্সেলোনাকে ৩-২ গোলে হারাল রিয়াল। লস ব্লাঙ্কোসের জয়ের নায়ক জুড বেলিংহ্যাম (Jude Bellingham)। এল ক্লাসিকোয় জিতে খেতাব জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেল কার্লো আনসেলত্তির ছেলেরা। ছয় ম্যাচ বাকি থাকতে লা লিগার (La Liga) পয়েন্ট তালিকায় বার্সার থেকে ১১ পয়েন্ট বেশি, ৮১ পয়েন্ট রয়েছে রিয়ালের দখলে।
মাঝ সপ্তাহে ইউরোপ সেরার হওয়ার দৌড়ে টিকে থাকার দুই দলই মাঠে নেমেছিল। সেখানে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পৌঁছলেও, প্যারিস সঁ জরমেঁর বিরুদ্ধে কাছে হেরে বার্সার সফর সমাপ্ত হয়ে যায়। তাই ক্লাসিকো জিতে রিয়ালের সঙ্গে ব্যবধান পাঁচ পয়েন্টে কমিয়ে আনার জন্য বদ্ধপরিকর হয়েই মাঠে নেমেছিল কাতালুনিয়ার ক্লাবটি। সেই লক্ষ্যে আন্দ্রেস ক্রিশ্চানসন বার্সাকে এগিয়ে দেন। তখন ম্যাচের বয়স মাত্র ছয় মিনিট। পেনাল্টি শ্যুট আউটে মাঝ সপ্তাহে রিয়ালের দীর্ঘকায় গোলরক্ষক আন্দ্রে লুনিন নায়ক হয়ে উঠে এসেছিলেন। তার ভুলেই এদিন প্রথম গোল হজম করে রিয়াল। কর্নার থেকে এগিয়ে এসেও বল দস্তানাবদ্ধ করতে ব্যর্থ হন লুনিন। ফাঁকা জালে হেডারে বল জড়িয়ে দেন ক্রিশ্চানসন।
তবে সমতায় ফিরতে রিয়ালকে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। বার্সার ১৭ বছর বয়সি ডিফেন্ডার পাও কুবার্সি বক্সে লুকাস ভাজকেজ়কে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। ম্যাচের শুরুর দিকে গোল করার এক সুবর্ন সুযোগ হাতছাড়া করলেও পেনাল্টি স্পট থেকে কোনও ভুল করেননি ভিনিসিয়াস জুনিয়ার। তরুণ বার্সা ফরোয়ার্ড লামিন ইয়ামাল ডান দিক থেকে আক্রমণ শানিয়ে বারংবার লেফট ব্যাক খেলা কামাভিঙ্গাকে সমস্যায় ফেলছিলেন। ২৮ মিনিটে লামিন ইয়ামালের ফ্লিক কোনওরকমে গোলে ঢোকার আগে লুনিন ঠেলে বাইরে পাঠিয়ে দেন। যদিও বার্সার দাবি ছিল বল গোললাইন পার করে গিয়েছে। কিন্তু লা লিগায় গোললাইন প্রযুক্তি না থাকায় তা নিশ্চিত করা যায়নি। এই নিয়ে বিস্তর বিতর্কের সৃষ্টি হয়।
ইয়ামাল এর কয়েক মুহূর্ত পর পেনাল্টির আপিল করলেও, রেফারি তা নাকচ করে দেন, যা বার্সা শিবিরের বিরক্তি আরও বাড়ায়। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই বার্সা মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ং গোড়ালিতে চোট পাওয়ায় তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। প্রথমার্ধ ১-১ শেষ।
দ্বিতীয়ার্ধের শুরুটা দুই দলই খানিক মন্থরভাবে করে। তবে ক্রিশ্চানসনের পরিবর্ত হিসাবে নামা ফার্মিন লোপেজ় ৬৯ মিনিটে গোল করে বার্সাকে ফের একবার এগিয়ে দেন ম্যাচে। তবে মাত্র চার মিনিট পরেই ভিনিসিয়াসের ক্রস থেকে ভাজকেজ় রিয়ালকে ম্যাচে দ্বিতীয়বার সমতায় ফেরান। ম্যাচের স্টপেজ টাইমে বেলিংহ্যাম ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন। ভাজকেজ়ের ক্রস থেকে রিয়ালের হয়ে মরশুমে সর্বাধিক গোল করা ইংল্যান্ড তারকা লিগে নিজের ১৭তম গোলটি করে ফেলেন। ম্যাচের সিংহভাগ সময়ই খেলায় তেমন প্রভাব ফেলতে না পারলেও, দলকে দুরন্ত জয় এনে দেন বেলিংহ্যামই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভারতীয় কুস্তির সাফল্যের দিন, অলিম্পিক্সের টিকিট পাকা করলেন বিনেশসহ দুই মহিলা কুস্তিগির