Kylian Mbappe: মেসি নয়, রোনাল্ডোই সেরা, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে আক্রমণ? হঠাৎ কেন এমন পোস্ট এমবাপের?
Kylian Mbappe X handle hacked: রোনাল্ডো না মেসি, বিশ্ব ফুটবলের সেরা কে, তা নিয়ে ফুটবলপ্রেমীরা দুভাগে বিভক্ত। তার ওপর এমবাপে রোনাল্ডোর পাশে দাঁড়িয়ে মেসিকে 'বেঁটে' বলে কটাক্ষ করায় বিস্ফোরণ ঘটে।
প্যারিস: কোনও পোস্টে লেখা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই (CR7) সেরা। লিওনেল মেসি (Lionel Messi) অত্যন্ত সাধারণ মানের ফুটবলার। কোনও পোস্টে আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, প্যারিস সঁ জরমঁ কিংবা টটেনহ্যাম হটস্পারকে তীব্র আক্রমণ। শোরগোল ফেলে দিল ফরাসি তারকা কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) একের পর এক এক্স। কেন আচমকা এমন পোস্ট করতে থাকলেন ফ্রান্সের তারকা ফুটবলার?
এমবাপের একের পর এক বিস্ফোরক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল। এমনিতেই আর্জেন্তিনার সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে তাঁর খুব একটা সদ্ভাব আছে বলে শোনা যায় না। বরং আর্জেন্তিনার ফুটবলারদের বিরুদ্ধে বারবার এমবাপেকে কটাক্ষ করার অভিযোগ উঠেছে। বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনে এমবাপের পুতুল হাতে করে অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছিল আর্জেন্তিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে।
এমবাপে এক্স হ্যান্ডলে পোস্ট করেন, 'ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সর্বকালের সেরা ফুটবলার।' সঙ্গে কোপা আমেরিকা ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়ার পর মেসির কান্নার ছবি পোস্ট করে লেখেন, 'এই বেঁটেটা আমার সর্বকালের সেরাদের তালিকায় নেই।'
এরপরই শোরগোল শুরু হয়ে যায়। এক ভক্ত একটি এক্স করে জানতে চান, 'আপনি কি পিএসজি-তে ফিরবেন?' তাতে আপত্তিকর শব্দ ব্যবহার করেন এমবাপে। আর একটি এক্স করে এক অনুরাগী জানতে চান, 'টটেনহ্যাম হটস্পারকে নিয়ে আপনার কী মত?' ফের একটি অশ্লীল শব্দ প্রয়োগ করেন ফরাসি তারকা। সব মিলিয়ে বারবার এমবাপের নানা পোস্ট ঘিরে জোর বিতর্ক শুরু হয়ে যায়। ম্যাঞ্চেস্টার সিটির নামে জয়োধ্বনিও দেন এমবাপে।
All of Kylian Mbappe’s hacked tweets incase you missed it…
— george (@StokeyyG2) August 29, 2024
A thread 🧵 pic.twitter.com/4XEpWpnXQA
পরে অবশ্য জানা যায়, এমবাপের এক্স হ্যান্ডল হ্যাকড হয়েছে। সেখান থেকেই একের পর এক বিতর্কিত পোস্ট করা হয়। যা নিয়ে তোলপাড় পড়ে যায়। সবচেয়ে বিতর্ক বাঁধে রোনাল্ডো ও মেসিকে নিয়ে করা এক্স ঘিরে। এমনিতেই রোনাল্ডো না মেসি, বিশ্ব ফুটবলের সেরা কে, তা নিয়ে ফুটবলপ্রেমীরা দুভাগে বিভক্ত। তার ওপর এমবাপে রোনাল্ডোর পাশে দাঁড়িয়ে মেসিকে 'বেঁটে' বলে কটাক্ষ করায় বিস্ফোরণ ঘটে।
যদিও পরে এমবাপের অ্যাকাউন্ট উদ্ধার করা গিয়েছে। সব বিতর্কিত পোস্ট এক্স হ্যান্ডল থেকে মুছে দেওয়া হয়।