Mohun Bagan: মোহনবাগানে নির্বাচনী দামামা, পাঁচ সদস্যের বোর্ড গঠন হল সবুজ-মেরুন শিবিরে
MBSG: বৃহস্পতিবার কার্যকরী কমিটির বৈঠকে এই কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। প্রথম পদক্ষেপ হিসেবে, নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে এই কমিটি।

কলকাতা: মোহনবাগান ক্লাবে (Mohun Bagan Club) নির্বাচনের দামামা আগেই বেজে গিয়েছিল। এবার শুরু হয়ে গেল নির্বাচনী প্রক্রিয়াও। বৃহস্পতিবার ছিল কার্যকরী কমিটির বৈঠক। সেখানে পাঁচ সদস্যের নির্বাচনী বোর্ড গঠন করা হল। যে বোর্ডের নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়।
বৃহস্পতিবার কার্যকরী কমিটির বৈঠকে এই কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। প্রথম পদক্ষেপ হিসেবে, নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে এই কমিটি। এই নবগঠিত কমিটিতে রয়েছেন কলকাতা হাইকোর্টের তিন বিচারপতি - শৌভিক মিত্র, অভিষেক সিংহ এবং বিশ্বব্রত বসু মল্লিক। এছাড়াও আছেন অনুপ কুমার কুণ্ডু। সকলেই মোহনবাগান ক্লাবের সদস্য। মোহনবাগানের নির্বাচন সংক্রান্ত সব ধরনের সিদ্ধান্ত এবার এই পাঁচ সদস্যের কমিটি নেবে বলেই জানিয়েছে কার্যকরী কমিটি।
এর আগে মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় ক্লাবের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু সহ আরও কয়েকজন সদস্য নির্ধারিত সময়ে নির্বাচন করার দাবি তুলেছিলেন। পরের কার্যকরী কমিটির সভায় পাঁচ সদস্যের বোর্ড গঠনের কথা জানানো হয়। তবে সদস্যদের নাম প্রকাশ্যে আনা হয়নি।
বৃহস্পতিবার পাঁচ সদস্যের কমিটির নাম জানানো হয়। সেদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ২০ মার্চ সমস্ত ক্ষমতা হস্তান্তর করা হবে এই কমিটির হাতে। বৃহস্পতিবার সেটাই হল। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছেন, 'সকলের উপস্থিতিতে নির্বাচনী বোর্ড গঠন করা হয়েছে। আমরা আজই বোর্ডের হাতে দায়িত্ব তুলে দিলাম। সব সদস্যের মতামত, অনুরোধ সব আমরা তাঁদের পাঠিয়ে দিচ্ছি। কীভাবে নির্বাচন হবে, কবে হবে সব এই বোর্ড ঠিক করবে।'
পাঁচ সদস্যের নির্বাচনী বোর্ড গঠন হওয়ায় খুশি বিরোধী গোষ্ঠীও। সৃঞ্জয় বসু বলেছেন, 'একটা সঠিক পথে এসেছে গোটা প্রক্রিয়াটা। আমার বিচারপতির ওপরে পুরো ভরসা আছে। একটা নিরপেক্ষ কমিটি হয়েছে। মোহনবাগান নির্বাচনে আগেও কেউ আঙুল তুলে দেখাতে পারেনি, এবারও পারবে না।'
বৃহস্পতিবার থেকেই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেল। ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত ক্লাব পরিচালনা করার জন্য বেছে নেওয়া হবে নতুন কমিটি। তার আগে নির্বাচনী বোর্ড ঘোষণা করল মোহনবাগান।
মোহনবাগানের সহ-সভাপতি কুণাল ঘোষ জানিয়েছেন, প্রতিশ্রুতি অনুযায়ী সময়ের মধ্যে সব করছে বর্তমান কমিটি। কুণালের কথায়, 'কেউ বলতে পারবে না যে, মেয়াদ শেষ হওয়ার পরেও এই কমিটি থাকার চেষ্টা করছে। মেয়াদ শেষ হওয়ার আগেই বৈঠক করে নির্বাচনী বোর্ড তৈরি করা হয়েছে। এই বোর্ডই নির্বাচন সংক্রান্ত সব সিদ্ধান্ত নেবে।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
